কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের শুনানি! নির্দেশ নিয়ে উৎকণ্ঠায় রাজ্য! চাকরি রাজ্য May 7, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- হাইকোর্টের পক্ষ থেকে ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রেখেছিল। কিন্তু গতকাল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তাই স্বাভাবিকভাবেই উৎকণ্ঠে রয়েছেন সকলেই।সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে এই ব্যাপারে শুনানি হবে। আর তারপরেই দেশের শীর্ষ আদালত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ কি, তা নির্ধারণ করে দেবে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি থেকে বাতিল করার সিদ্ধান্তকে সকলের স্বাগত জানালেও, যাদের চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে সকলে অযোগ্য নয় বলেই দাবি করছেন একাংশ। তাই সেই যোগ্য চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ কি, তা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে। আর এসবের মধ্যেই আজ সুপ্রিম কোর্টের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। আপনার মতামত জানান -