এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কিসের বিনিময়ে নিজের মাথা কেটে নেওয়ার কথা বললেন তৃণমূলের কল্যাণ! জেনে নিন

কিসের বিনিময়ে নিজের মাথা কেটে নেওয়ার কথা বললেন তৃণমূলের কল্যাণ! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তরজা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের অস্বস্তি আরও বাড়তে শুরু করেছে। একদিকে দল ভাঙ্গন, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে যে সমস্ত কথা তৃণমূলের উদ্দেশ্যে বলা হচ্ছে, তা মোকাবিলা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে শাসক শিবির। আর এই পরিস্থিতিতে এবার বিজেপির উদ্দেশ্যে নিজের মাথা কেটে নেওয়ার কথা বললেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা বিরোধীদের নানা বক্তব্যের জবাব দিতে শুরু করেছেন। বিজেপির বিরুদ্ধে রীতিমত প্রতিটি জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে। আর এবার শেওড়াফুলির রাজবাড়ির মাঠে জনসভায় গিয়ে বিজেপির উদ্দেশ্যে এই রকম মন্তব্য করতে দেখা গেল তাকে। সূত্রের খবর, এদিন দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ প্রসঙ্গে এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

যেখানে তিনি বলেন, “দেশ জুড়ে বিভিন্ন মন্দিরের পুরোহিতরা ধর্ষণ করছে। কিন্তু বিজেপি কিছু বলছে না। কারণ তারা বিজেপির আশ্রয়ে থাকে। প্রয়োজনে আমার মাথা কেটে নিন। কিন্তু ভারতবর্ষে আর কেউ যেন ধর্ষিতা না হয়, সেটা নিশ্চিত করুন।” স্বভাবতই কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। অনেকে বলছেন, কল্যানবাবু এই কথা বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, দেশের নারীরা নিরাপদ নয় বিজেপি সরকারের আমলে। আর সেই কারণে নিজের জীবন বিপন্ন করে তিনি কোনো নারীর ক্ষতি হতে দেবেন না বলে এই মন্তব্যের মধ্যে দিয়ে বিজেপিকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিনের এই সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে 200 এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন বলেও দাবি করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। প্রকাশ্য সভায় বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তিনি বলেন, “সিবিআই আছে, বিজেপির টাকা আছে, ইডি আছে, অনেক কিছু আছে। তবুও বলব, 200 বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষমতায় আসবেন।” আর বর্তমান সময়ে নির্বাচনের আগে বিজেপি যখন তৃণমূলকে নানা বিষয়ে কথা হচ্ছে, তখন দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের কথা তুলে ধরে কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় আসবেন বলে তিনি যে দাবী করলেন, তা বিজেপিকে চাপে ফেলে দিল বলেও দাবি একাংশের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!