এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কবে বিজেপিতে যাচ্ছেন অর্জুন? বড় তথ্য ফাঁস করলেন শুভেন্দু! আরও বাড়লো জল্পনা!

কবে বিজেপিতে যাচ্ছেন অর্জুন? বড় তথ্য ফাঁস করলেন শুভেন্দু! আরও বাড়লো জল্পনা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন অর্জুন সিংহ, সেটা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি যে বিজেপিতেই যুক্ত হচ্ছেন, সেই নিয়েও জল্পনার শেষ নেই। তবে কবে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন, এই প্রশ্ন সকলের মধ্যেই রয়েছে। আর তার মাঝেই আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই বিষয়ে প্রশ্ন করতেই তিনি এক বড় তথ্য ফাঁস করলেন। তিনি যা বললেন, তারপর আরও তীব্র হয়ে উঠেছে, অর্জুন সিংহের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার বিষয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে। কিন্তু কি এমন বললেন শুভেন্দু অধিকারী! তাহলে কি অর্জুন সিংহের সঙ্গে সমস্ত কথা সম্পন্ন হয়ে গিয়েছে বিজেপির কেন্দ্র এবং রাজ্য স্তরের নেতৃত্বদের? বলা বাহুল্য, এর আগে লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যুক্ত হয়েছিল অর্জুন সিংহ। পরবর্তীতে বিজেপির টিকিটে জয়লাভ করলেও, আবার তৃণমূলে ফিরে আসেন তিনি। কিন্তু এবার তাকে তৃণমূল প্রতিশ্রুতি দিয়েও টিকিট দেয়নি বলে অভিযোগ। যার ফলে নিজের ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পর্যন্ত সরিয়ে দিয়েছেন অর্জুন সিংহ। আর তারপর থেকেই তার দল বদল এবং বিজেপিতে আবার ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি আগেও বলেছি, আবারও বলছি, বিজেপির কর্মীরা খুব শৃঙ্খলা বদ্ধ। তাই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, সেটা কেন্দ্র স্তরের নেতৃত্বরা নেবে। তারা যদি বলে এবং তারা যে সিদ্ধান্ত নেবে, সেটা সকলে পালন করার জন্য তৈরি হয়েছে। কারণ এবারের ভোট নরেন্দ্র মোদীকে দেখে হবে। কে কোথায় প্রার্থী হচ্ছে, সেটা দেখে নয়। প্রধানমন্ত্রীকে দেখে এবারের ভোট হবে এবং সবাই পদ্মফুলে ভোট দেবে।” আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই অনেকে বলছেন, রাজ্যের বিরোধী দলনেতা কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে দিলেন। বিজেপির মত আদর্শ পরায়ন দলের আগে থেকেই কোনো কিছু বলা যায় না। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে, যদিও বা অর্জুন সিংহ দলে আসে এবং লোকসভা নির্বাচনে যে জল্পনা চলছে যে, তাকে ব্যারাকপুর থেকে বিজেপি টিকিট দিতে পারে, সেটা যদি হয়, তাহলে বিজেপি কর্মীরা সকলেই দলীয় স্বার্থে সেটা মেনে নেবেন বলেই বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এখানেই একাংশ বলছেন যে, অর্জুন সিংহের বিজেপির পতাকা হাতে তুলে নেওয়া শুধু সময়ের অপেক্ষা।

পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারী কিন্তু অর্জুন সিংহকে নিয়ে অনেক আগেই নমনীয় মনোভাব পোষণ করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা প্রথম দিন যখন অর্জুন সিংহ টিকিট না পেয়ে বিদ্রোহী মনোভাব পোষণ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে, তখনই জানিয়ে দিয়েছিলেন যে, অর্জুন সিংহ বিজেপি থেকে তৃণমূলে গেলেও, বিজেপি কর্মীদের বিরুদ্ধে তেমন কোনো আক্রমণাত্মক মন্তব্য করেননি। তাই এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, সেটা সকলেই মেনে নেবে বলেও জানিয়ে দিয়েছিলেন শুভেন্দুবাবু। তাই শেষ পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিজেপির শীর্ষ নেতৃত্ব যদি সবুজ সংকেত দেয়, তাহলে খুব বেশি দেরি না করে অর্জুন সিংহ দলের পতাকা নিয়ে নিতেই পারেন। তবে এখনই এই ব্যাপারে কোনো কিছু মন্তব্য করতে চাইছেন না শুভেন্দু অধিকারী। কারণ বিজেপি আর যাই হোক, তৃণমূলের মত আঞ্চলিক দল নয়। তাই এখানে যে সিদ্ধান্ত হয়, সেটা গোপনীয় স্তরে এবং সমস্ত পরিকল্পনা মাফিক হয়। তাই দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে শুভেন্দু অধিকারী অর্জুন সিংহের বিজেপিতে যোগদান এবং ব্যারাকপুরের টিকিট নিয়ে তেমন কিছু না বললেও কৌশলী মন্তব্য করে বুঝিয়ে দিলেন, অনেক কিছুই হতে পারে। আর তার পরিপ্রেক্ষিতেই অর্জুন সিংহের বিজেপিতে যোগদান এবং ব্যারাকপুর থেকে লড়াই করার জল্পনা আরও বৃদ্ধি পাচ্ছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!