এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কবে হতে চলেছে পুরভোট, এবার রাজ্য নির্বাচন কমিশনকে তলব সুপ্রিম কোর্টের

কবে হতে চলেছে পুরভোট, এবার রাজ্য নির্বাচন কমিশনকে তলব সুপ্রিম কোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত মার্চ মাস থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের দাপট। যার কারণে বিভিন্ন পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও, নির্বাচন করা সম্ভব হয়নি। যার মধ্যে অন্যতম কলকাতা পৌরসভা। তবে করোনা ভাইরাসের মত সংকটকালে নির্বাচন না করানো হলেও, রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পৌরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে প্রশাসক মন্ডলীর মাথায় বসিয়ে বোর্ড গঠন করে দেয় রাজ্য প্রশাসন। যা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। এভাবে ভোট না করিয়ে রাজ্য সরকার নিজেদের হাতে ক্ষমতা রাখতে চাইছে বলে দাবি করে বিরোধীরা।

কিন্তু এবার কলকাতা পৌরসভার নির্বাচন ঠিক কবে করানো সম্ভব হবে, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে জবাব চাইল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য, এই কলকাতা পৌরসভার ভোট না করিয়ে ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রশাসক নিয়োগের বিরুদ্ধে অনেক আগেই সুপ্রিমকোর্ট এবং কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল।

যেখানে উত্তর কলকাতার বাসিন্দা শরদকুমার সিং রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। আর তারপরেই গত আগস্ট মাসে হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দেয়। পাশাপাশি হাইকোর্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই পৌরসভা নির্বাচন করাতে হবে।

এদিকে হাইকোর্টের পক্ষ থেকে এই মামলা খারিজ করে দেওয়ার পরেই সেই শরদকুমার সিং আবার সুপ্রিম কোর্টে একটি মামলা করেন। সেখানে তিনি আবেদন করেন যে, হাইকোর্টের রায়ে যেন স্থগিতাদেশ জারি করা হয়। দ্রুত যাতে পৌরসভা নির্বাচন করানো যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন সেই সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি এবং কলকাতা পৌরসভার পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু নির্বাচন করানোর ব্যাপারে ঠিক কী নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত?

জানা গেছে, এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষেন কউল রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, “কবে নির্বাচন করানো সম্ভব হবে!” অর্থ্যাৎ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেই যে এবার নির্বাচন করানোর ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে চাইছে, তা বিচারপতির কথাতেই স্পষ্ট বলে মনে করছেন একাংশ। তবে মামলাকারীর আবেদন অনুযায়ী সুপ্রিম কোর্ট অবশ্য হাইকোর্টের রায়ে কোনোরূপ স্থগিতাদেশ জারি করেনি।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতির কারণেই এই নির্বাচন বন্ধ হয়েছিল। কিন্তু ধীরে ধীরে করোনা পরিস্থিতি কিছুটা হলেও শিথিলতা লাভ করতে শুরু করেছে। তাই এবার কলকাতা পৌরসভার নির্বাচন সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে কবে নির্বাচন করানো সম্ভব হবে, তা জানতে চাওয়া হল। এখন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এই ব্যাপারে কি বক্তব্য পেশ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!