এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোনো জাদুমন্ত্রে অকৃতকার্য পরীক্ষার্থীরা হল কৃতকার্য? বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

কোনো জাদুমন্ত্রে অকৃতকার্য পরীক্ষার্থীরা হল কৃতকার্য? বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বারবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক নির্মল মাঝি। ইতিপূর্বে জীবনদায়ী ইনজেকশন কেলেঙ্কারি সহ বহু অভিযোগ উঠেছিল নির্মল মাঝির বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে পরীক্ষার রেজাল্ট বদলে দিয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের কৃতকার্য করিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের চত্বরের সামনে গতকাল বিক্ষোভ দেখালেন বহু ছাত্র। এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানালেন তাঁরা।

বহু পরীক্ষার্থীর রেজাল্ট বদলে দিয়ে ফেল করা পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। যে ঘটনায় সম্পূর্ণ ভাবে দায়ী করা হয়েছে চিকিৎসক নির্মল মাঝিকে। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন এর পক্ষ থেকে। গতকাল বহু পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় চত্বরের সামনে বিক্ষোভ দেখালেন।

একাধিক পরীক্ষার্থী জানিয়েছেন যে, নির্মল মাঝির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। যতদিন তদন্ত শেষ না হবে, ততদিন সমস্ত পদ থেকে থেকে অপসারিত করে দিতে হবে তাঁকে। আর তাঁর দোষ যদি প্রমাণিত হয়, তবে তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের দাবি করেছেন তাঁরা। গতকাল একেবারে উপাচার্যের কাছে গিয়ে স্মারকলিপি জমা দিলেন তাঁরা। এই ঘটনা প্রসঙ্গে এসইউসিআই এর রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য্য জানালেন যে, রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কত যে দুর্নীতিতে ডুবে রয়েছে, তা মুখ্যমন্ত্রীর নাম করে নির্মল মাঝির পাস
করাবার নির্দেশ থেকেই স্পষ্ট হয়ে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বিশ্ববিদ্যালয় চত্বরের সামনে বিক্ষোভ চলাকালীন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের মেডিকেল ইউনিটের আহ্বায়ক চিকিৎসক সামস মুসাফির জানালেন যে, কুকুরের ডায়ালিসিস থেকে শুরু করে জীবনদায়ী ইঞ্জেকশন কেলেঙ্কারি সহ বহু অনৈতিক কাজে অভিযুক্ত আছেন নির্মল মাঝি। রাজ্য মেডিকেল কাউন্সিলের শীর্ষে তিনি আছেন। প্রতিবারই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। কিন্তু অভিযোগের কোনো তদন্ত করা হয় না।

বেশকিছু পরীক্ষার্থী জানালেন যে, এমবিবিএস পরীক্ষার পরিদর্শক হিসেবে যাচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজের এক চিকিৎসক। যিনি পরীক্ষার্থীদের নকল করতে সাহায্য করছেন। আর এসব জেনেও সকলে নিশ্চুপ আছেন। এ প্রসঙ্গে তিনি আরও জানান যে, উপাচার্য এমন কিছু ঘটেনি বলে প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন। তবে পরে তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, ভবানীপুরের উপনির্বাচনের মুখেই যেভাবে বিস্ফোরক অভিযোগ উঠে এলো তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাঝির বিরুদ্ধে, তা যথেষ্ট অস্বস্তি বাড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। পরিবর্তে প্রতিপক্ষ বিজেপির হাতে তা তৃণমূলের বিরুদ্ধে প্রচারের একটা বড়সড় অস্ত্র তুলে দিয়েছে, এমনটাই একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!