এখন পড়ছেন
হোম > জাতীয় > কুখ্যাত ডনের এনকাউন্টারে মৃত্যু ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সরব বিরোধীরা

কুখ্যাত ডনের এনকাউন্টারে মৃত্যু ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, সরব বিরোধীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে উত্তরপ্রদেশ। যেভাবে উত্তরপ্রদেশের আট পুলিশকর্মীকে অভিযুক্ত ওয়ান্টেড গ্যাংস্টার বিকাশ দুবের ইশারায় গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়, সেই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ায় প্রত্যেকেই চমকিত হয়ে যান। কিন্তু পরমুহুর্তেই বিকাশ দুবেকে গ্রেপ্তারের জন্য দেশজুড়ে ঝড় ওঠে। কিন্তু গত সাত দিন ধরে বিকাশ দুবে যেন হাওয়ায় মিলিয়ে যায়। এরইমধ্যে উত্তরপ্রদেশে তার দুই সহযোগী পৃথক এনকাউন্টারে মারা যায় বলে খবর।

আর ঠিক সেই সময় বিকাশ নাটকীয়ভাবে ধরা পড়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে। তারপর আজ সকালে বিকাশ দুবের নাটকীয় মৃত্যু। সূত্রের খবর, পুলিশি এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যু হয়। কিন্তু বিকাশের মৃত্যুর পর থেকে শুরু হয়েছে রাজনৈতিক জগতে তুমুল আলোড়ন। অন্যদিকে বিকাশের এনকাউন্টারের পক্ষে জানা গেছে, বিকাশ দুবে যে গাড়িতে ছিল সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাল্টি খায়। আর সে সময় বিকাশ গাড়ি থেকে বেরিয়ে আহত পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে পালাবার চেষ্টা করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিকাশকে আটকাতে পুলিশ অন্য কোন রাস্তা না পেয়ে সোজাসুজি এনকাউন্টার করে। ফলে 10 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় কুখ্যাত অপরাধী বিকাশ দুবে্র চর্চিত জীবন। অন্যদিকে এই এনকাউন্টারের খবর সামনে আসার পরে বিরোধীদলের প্রত্যেকেই প্রশ্ন তুলেছে, সরাসরি বিজেপি সরকার তথা উত্তরপ্রদেশের যোগী সরকারের ভূমিকা নিয়ে। এ রাজ্য থেকেও উত্তরপ্রদেশ পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে ঝড় তুলছেন তিনি বলে জানা গেছে।

রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়ে এদিন তিনি বলেন “অপরাধীদের শাস্তি দেওয়া আদালতের কাজ। পুলিশের নয়।” অন্যদিকে উত্তরপ্রদেশের প্রধান বিরোধীদল সমাজবাদী পার্টি এদিন অভিযোগ তোলে, হয়ত বিকাশকে জেরা করলে বিজেপি সরকারের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসত, আর তাই এই এনকাউন্টারের সাহায্যে হত্যা করা হলো বিকাশ দুবেকে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মন্তব্য, যখন বিকাশ দুবে আট পুলিশকর্মীকে খুন করে বেপাত্তা হয়ে যায়, তখন কিন্তু এই বিরোধীরাই সরাসরি সরকারকে আক্রমণ করেছিল। অন্যদিকে জানা যাচ্ছে, গ্রেপ্তারের পর থেকে কিন্তু আবার এই বিরোধীরাই পুরো ব্যাপারটাই গট আপ কেস বলে চালানোর চেষ্টা চালাচ্ছিল।

এই পরিস্থিতিতে বিকাশ দুবের এনকাউন্টার নতুন করে রাজনৈতিক নাটকীয়তা সৃষ্টি করেছে সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিকাশ দুবে যেভাবে পুলিশি হত্যায় নিজের হাত রাঙিয়েছিল, সেখানে পুলিশের হাতে এনকাউন্টারে মৃত্যু খুব একটা অস্বাভাবিক নয়। অন্যদিকে শুক্রবার সকালে যে এনকাউন্টারে বিকাশের মৃত্যু হল, তা কিন্তু পুলিশের অন্দরেই অনেক প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত কেন এনকাউন্টার? কেন আদালতে বিচার হলোনা? এ নিয়ে আগামী দিনে যে বিতর্কের ঝড় বয়ে যাবে বিভিন্ন স্তরে, সে ব্যাপারে নিশ্চিত সব মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!