এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনা বন্ধ? বিকল্প “সেলিব্রিটি” সহ একাধিক নাম নিয়ে তীব্র জল্পনা

শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনা বন্ধ? বিকল্প “সেলিব্রিটি” সহ একাধিক নাম নিয়ে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে যোগদানের পর সেভাবে প্রাক্তন দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি তিনি। উল্টে বিজেপিতে গিয়েও সক্রিয় না হয়ে এখন কার্যত ঘরেই বসে থাকতে দেখা যাচ্ছে কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। সাম্প্রতিককালে গুঞ্জন ছড়িয়েছিল যে তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন।

কিন্তু তৃণমূলের অন্দরে শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে কাকে প্রার্থী করা হবে, এই নিয়ে আলোচনা শুরু হতেই শোভন চট্টোপাধ্যায়ের চ্যাপ্টার যে কার্যত ক্লোজ হয়ে যেতে চলেছে তৃণমূল কংগ্রেসে, তা পরিষ্কার হয়ে যাচ্ছে। সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পূর্বে আগামী বিধানসভা নির্বাচনে কাকে প্রার্থী করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে বেশ কিছু নাম নিয়ে চর্চা চলছে শাসকদলের অন্দরমহলে। যেখানে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের অনুগামী সহ এক বিশিষ্ট সেলিব্রিটিও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের একাংশের মতে, বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে এবার টলিউড সুপারস্টার সোহম চক্রবর্তীকে প্রার্থী করতে চাইছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও সুশান্ত ঘোষ, তারক সিং সহ অনেকের নাম নিয়েই চর্চা চলছে। আর শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করা নিয়ে যখন একাধিক নাম নিয়ে আলোচনা শুরু করেছে, তখন এই ব্যাপারটি কার্যত স্পষ্ট যে, শোভন চট্টোপাধ্যায় দলে ফিরুক বা না ফিরুক, তাতে আর বেশি গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস। এতদিন তৃণমূলের তরফে শোভন চট্টোপাধ্যায় যাতে দলে ফিরে আসে, তার জন্য আশা প্রকাশ করা হয়েছিল। তৃনমূলের অন্দরেও এই নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল। কিন্তু এবার তার বিধানসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে তৃণমূল আলোচনা করাতেই সেই সমস্ত জল্পনা কার্যত নিভে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

যদি শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের গুরুত্বই দিত, তাহলে তার বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ব্যাপারে তারা আলোচনা করত না। আর এই আলোচনাতেই কার্যত পরিষ্কার যে, তৃণমূল নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আর ভাবিত নয়। বিজেপিতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় কার্যত নিষ্ক্রিয় হয়ে থাকায় তিনি যদি তৃণমূলে ফেরার চিন্তাভাবনাও করেন, তাহলে তাকে যে তৃণমূল আর গুরুত্ব দিচ্ছে না, তা কার্যত পরিস্কার রাজনৈতিক মহলের কাছে। এখন ঘরে বসেই বাকি জীবন কাটিয়ে দেবেন শোভন চট্টোপাধ্যায়, নাকি অন্য রাজনৈতিক কৌশল খাটাবেন তিনি, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!