এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কুড়মি নেতা গ্রেপ্তার হতেই পাশে থাকার বার্তা শুভেন্দুর, প্রবল চাপে মমতা!

কুড়মি নেতা গ্রেপ্তার হতেই পাশে থাকার বার্তা শুভেন্দুর, প্রবল চাপে মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি জঙ্গলমহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচি করতে যাওয়ার সময় তার কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। যেখানে একাংশ এই অভিযোগের আঙুল তুলতে শুরু করেন কুড়মি সম্প্রদায়ের ওপর। যা নিয়ে ব্যাপক জলঘোলা হয়। শুধু তাই নয়, সম্প্রতি এই ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতোকে কোচবিহারে বদলি করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার সেই কুড়মি নেতার পাশে থাকার বার্তা দিয়ে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কুড়মি নেতা রাজেশ মাহাতোর পাশে দাঁড়ান রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “আমি রাজেশ মাহাতোকে বলব, যে অর্ডার রাজ্য সরকার দিয়েছে, আপনি তার বিরুদ্ধে লড়াই করুন। প্রয়োজনে আইনি পদক্ষেপ নিন। আপনি যদি নিজে লড়তে পারেন, ঠিক আছে। আর যদি এই ব্যাপারে আমার কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমি সব সময় আপনার পাশে রয়েছি।”

বিশেষজ্ঞদের মতে, এমনিতেই কুড়য়ি সমাজ রাজ্য সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে। প্রতি সময় শাসকদলের নেতারা ঘেরাওয়ের শিকার হচ্ছেন। আর এই পরিস্থিতিতে সেই কুড়মি নেতার ওপর প্রতিহিংসা পরায়ন আচরণ করতেই তার পাশে দাঁড়িয়ে যেভাবে রাজ্যের চাপ বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী, তাতে আগামী দিনে কুড়মি সমাজ যে আরও বেশি করে বিরোধী শিবিরের প্রতি ঘনিষ্ট হবে এবং রাজ্যের চাপ বাড়াবে, তাতে এক প্রকার নিশ্চিত পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!