এবার প্রধানমন্ত্রীর ‘চামড়া গুটিয়ে’ নিতে চান এই বিরোধী নেতা! জাতীয় বিশেষ খবর November 27, 2017 দেশজুড়ে ‘মার-দাঙ্গার’ রাজনীতির যেন ঝড় বয়ে যাচ্ছে! কিছুদিন আগেই এক বিজেপি নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাক কেটে নেবেন বলে দেশ জোড়া বিতর্ক তুলেছিলেন। আর এবার বিহার বিধানসভায় ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামড়া গুটিয়ে নেওয়ার হুমকি দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। যা নিয়ে আবার দেশজোড়া নিন্দার ঝড় উঠেছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী তাঁর ছেলের বিয়েতে লালু প্রসাদ যাদবকে সপরিবারে আমন্ত্রণ জানান। কিনটি তাতেও ক্ষাপ্পা লালুপুত্র, তিনি জানান ওই বিয়েতে গিয়ে সেখানে অগ্নিসংযোগ করবেন আর সেই আগুনে পুড়িয়ে মারবেন সুশীল মোদীকে। আর আজ বিধানসভায় ঢোকার আগে তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নীতীশ কুমার ও কেন্দ্র সরকারের ষড়যন্ত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যে নিরাপত্তা বলয় লালুপ্রসাদ যাদবের পাওয়া উচিত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তা কমিয়ে দেওয়া হয়েছে। এমনকি এরফলে লালুপ্রসাদকে খুন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি আর তাই প্রধানমন্ত্রীকে মেরে ‘চামড়া গুটিয়ে’ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আপনার মতামত জানান -