এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষযাত্রার পথনির্দেশিকা

প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষযাত্রার পথনির্দেশিকা


চলে গেলেন দেশের প্রাক্তন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করতে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
আগামিকাল বিধানসভাতেও অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
আগামীকাল পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে কালিয়াগঞ্জে।

তাঁর শেষযাত্রাপথ হতে চলেছে নিম্নরূপ –
দিল্লিতে কংগ্রেস অফিসে শেষশ্রদ্ধা জানানো হবে তাঁকে
রাত ৮.৪৫-এর বিমানে দিল্লি থেকে কলকাতায় বিমানে আনা হবে তাঁর নশ্বরদেহ
রাতে পিস হেভেনে রাখা থাকবে তাঁর নশ্বরদেহ
সকাল ৮.৩০-৯.৩০ পর্যন্ত তাঁর নশ্বরদেহ থাকবে রানী ভবানী রোডের বাড়িতে
এরপর তাঁর নশ্বরদেহ পৌঁছবে রেসকোর্সে
রেসকোর্স থেকে হেলিকপ্টারে রায়গঞ্জের দিকে রওনা হবে তাঁর নশ্বরদেহ নিয়ে
রায়গঞ্জ থেকে তাঁর নশ্বরদেহ মিছিল করে নিয়ে যাওয়া হবে কালিয়াগঞ্জে
কালিয়াগঞ্জ থেকে ফের রায়গঞ্জে আনা হবে তাঁর নশ্বরদেহ
রায়গঞ্জ বন্দর শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রিয়রঞ্জন দাশমুন্সির

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!