এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউন বিবাহবার্ষিকী: – অনুগল্প : -কলমে অপরাজিতা

লকডাউন বিবাহবার্ষিকী: – অনুগল্প : -কলমে অপরাজিতা


শুভদীপ অনিন্দিতার বিয়ে হয়েছে প্রায় ৮ বছর। ৬ বছরের একটা মেয়েও আছে। করোনা ভাইরাসের কারণে এখন ঘরবন্দি তিন জনেই। নাহলে মেয়ে স্কুল, পড়াশোনা,আর শুভদীপ চাকরি, ফোন যেমন হয় আর কি। বৈশাখেই বিয়ে হয়েছিল দুজনের। সামনেই বিবাহবার্ষিকী। তেমন বিশাল করে কিছুই হয়না, ওই শুভদীপ ছুটি নেয়, অনিন্দিতা ভালোমন্দ রান্না করে, ব্যাস ঐটুকুই।
অনেকের এ বছর বিয়ে ছিল , কিন্তু লক ডাউন এর জন্য ক্যানসেল হয়ে যাচ্ছে , আবার কবে হবে কেউ জানে না।

সকালে বৌকে বৌকে শুভদীপ বললো , এ বছর আমাদের বিয়ে ঠিক হলে আর বিয়েটা হতো না, ভাগ্গিস হয়ে গেছে। শুভ বিবাহবার্ষিকী। কি ভাবে সেলিব্রেট করবে বলো। বৌ চুপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভদীপ –  কি গো বলো ?

উত্তর এলো – ভাবছি, সেলিব্রেট করবো নাকি আফশোস

শুভদীপ এখনো ভাবছে, কি করা উচিত। রাগ করবে নাকি বৌয়ের মান ভাঙাবে, নাকি চুপ করে থাকা টাই বেটার।

 

আমাদের আরো গল্প পড়তে ক্লিক করুন – গল্পে আড্ডায়

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!