এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লকডাউনেও গেরুয়া ঝড়! তৃণমূল-সিপিএমে একযোগে বড়সড় ভাঙ্গন ধরালেন হেভিওয়েট বিজেপি সাংসদ!

লকডাউনেও গেরুয়া ঝড়! তৃণমূল-সিপিএমে একযোগে বড়সড় ভাঙ্গন ধরালেন হেভিওয়েট বিজেপি সাংসদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তরবঙ্গে নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আটটি লোকসভা আসনের মধ্যে সাতটি আসন নিজেদের দখলে নিয়ে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা কর্মীদের নিজেদের দিকে আনতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। বর্তমানে করোনা ভাইরাস এবং লকডাউন নিয়ে চিন্তিত সকলে। পরিস্থিতিকে কিভাবে আয়ত্তে আনা যায়, তা এখন প্রধান চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। আর এই অবস্থায় এবার সেই লকডাউনের মধ্যেও তৃণমূল এবং বামফ্রন্টের অস্বস্তি বাড়িয়ে দিয়ে বড়সড় যোগদান ঘটাল ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, এদিন দক্ষিণ দিনাজপুরে ভারতীয় জনতা পার্টিতে প্রায় ত্রিশটি পরিবারের পক্ষ থেকে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যে যোগদান পর্বে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মূলত, এই দক্ষিণ দিনাজপুর জেলার জাহাঙ্গিরপুরের কিসমত পুরের এই বাসিন্দাদের প্রায় প্রত্যেকেই সিপিএম এবং তৃণমূলের কর্মী ছিলেন।

আর এবার তারা সদলবলে 30 টি পরিবার নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ায় বিজেপি দক্ষিণ দিনাজপুরে অনেকটাই শক্তিশালী হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর বালুরঘাটের বিজেপি সাংসদের হাত ধরে একের পর এক অন্যান্য দল থেকে বিজেপিতে এই যোগদান ভারতীয় জনতা পার্টিকে অনেকটাই উজ্জীবিত করতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বাংলার মানুষজন মোদিজীর কাজে খুশি হয়ে এবং শাসক দলের কাজে বিক্ষুব্ধ হয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। মোদিজীর করা উন্নয়ন মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছেন। মানুষকে দেওয়া কথা রেখে মহিলাদের বিনামূল্যে গ্যাস দিচ্ছেন, মাসের রেশন দিচ্ছেন, এমনকি অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দিচ্ছেন। এইসব বিষয়ে অভিজ্ঞতা করেই মানুষ স্বেচ্ছায় বিজেপিতে যোগ দিচ্ছে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি বাংলায় পরিবর্তন আনতে লকডাউনের মধ্যেই ভার্চুয়াল সভা করে বিজেপি নেতা কর্মীদের চাঙ্গা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনের জন্য এবার ঝাপিয়ে পড়তে হবে। আর সেই মত করেই এবার বিজেপি নেতা কর্মীরাও ময়দানে নেমে পড়েছে।

আর তার অঙ্গ হিসেবেই লকডাউনের মধ্যেও যে তৃণমূল এবং বামফ্রন্ট ছেড়ে বহু কর্মী-সমর্থকদের বিজেপিতে যোগদান, তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক মহলের কাছে। আর গেরুয়া শিবিরে এই ব্যাপক মাত্রায় যোগদান এখন আগামীদিনের দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপিকে কতটা শক্তিশালী করে এবং তৃণমূলকে কতটা অস্বস্তিতে ফেলে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!