এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সংসদে তৃণমূলকে আক্রমনে ঝড় তুলছেন লকেট চট্টোপাধ্যায়! ‘খুশি’ হয়ে অমিত শাহ দিলেন বড়সড় পুরস্কার

সংসদে তৃণমূলকে আক্রমনে ঝড় তুলছেন লকেট চট্টোপাধ্যায়! ‘খুশি’ হয়ে অমিত শাহ দিলেন বড়সড় পুরস্কার


সমকাজে সম বেতনের দাবিতে সল্টলেকে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেছিলেন পার্শ্বশিক্ষকরা। ধরনা মঞ্চ পরবর্তীতে পরিণত হয় অনশন মঞ্চে। বেতন কাঠামো পুনর্গঠন থেকে পূর্ণ শিক্ষকের মর্যাদা- একাধিক দাবিতে দীর্ঘদিন ধরেই পার্শ্বশিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে শাসক সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দল বিজেপি। বিজেপির পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় সেখানে। তিনি পার্শ্বশিক্ষকদের পাশে দাঁড়িয়ে তীব্র ভাষায় প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেসের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রতিবাদকে তিনি টেনে এনেছেন সংসদে এবং প্রতিবাদে মুখর হয়েছেন। বদলে পেলেন অমিত শাহের কাছ থেকে বড় পুরস্কার।

এদিন সংসদে তৃণমূল সরকারকে তুমুল সমালোচনায় তুলোধোনা করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ইতিমধ্যে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন হুগলি থেকে। একই সঙ্গে তিনি রাজ্যজুড়ে ছুটে বেড়াচ্ছেন দলীয় কাজকর্মের তাগিদে। আর তার ফলেই তিনি নজরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। সংসদে প্রথমবার বক্তব্য রাখতে উঠে তিনি যেভাবে তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন, তাতে যথেষ্টই খুশি স্বরাষ্ট্রমন্ত্রক বলে জানা যাচ্ছে। আর তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা কমিটির সদস্য হিসাবে এবার স্থান হল লকেট চট্টোপাধ্যায়ের।

এদিন সংসদে বক্তব্য রাখতে উঠে পার্শ্ব শিক্ষকদের নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন ’15 দিনের বেশি হয়ে গেল পার্শ্ব শিক্ষকরা অনশন করছেন। কিন্তু রাজ্য সরকারের কেউ সেখানে দেখতে যায়নি। পশ্চিম মেদিনীপুরের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। 5-6 জন হাসপাতালে ভর্তি। এখানেই না থেমে লকেট আরো বলেন, ‘মুখ্যমন্ত্রী মেলা, খেলার জন্য টাকা দিচ্ছেন। কিন্তু শিক্ষকদের দিকে তাকাচ্ছেন না। উল্টে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে আঙ্গুল তুলে অভিযোগ করছেন, টাকা দেওয়া হচ্ছে না।’ এদিন লকেট চট্টোপাধ্যায় সংসদে দাবি করেন বাংলায় শিক্ষকদের অবস্থা অত্যন্ত শোচনীয়। আর এরপর এই খবর আসে, গুরুত্বপূর্ণ মন্ত্রকের উপদেষ্টা কমিটিতে লকেটের জায়গা হয়েছে। যদিও স্ট্যান্ডিং কমিটিতে আগেই জায়গা করে নিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় বক্তব্য রাখার পর তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে ওঠেন। নাম করেই তিনি লকেট চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বলেন, বিধানসভা ও লোকসভার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য আছে তা প্রথমবারের সাংসদরা বুঝতে পারছেন না। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বিধানসভার সঙ্গে লোকসভার ফারাক রয়েছে। সেটা বুঝতে পারছেন না প্রথমবারের সাংসদরা। স্পিকার নিজেই বলে দিয়েছে লোকসভাটাকে আর পশ্চিমবঙ্গের বিধানসভা বানাবেন না। স্পিকারের কাছে অনুরোধ করেছি, এদেরকে কোচিং দিন, ট্রেনিং দিন।’

পার্শ্বশিক্ষকরা তাঁদের দাবি আদায়ের জন্য ইতিমধ্যে গত কয়েক মাস ধরে বারবার রাজপথে আন্দোলনে নেমেছেন‌। কিন্তু সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় যে একটা বিশিষ্ট জায়গা অধিকার করলেন বিজেপি দলে, তা নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনা একটি উদাহরণ হিসেবে কাজ করবে রাজ্যের রাজ্য বিজেপির অন্যান্য নেতা নেত্রীদের কাছে। রাজ্যের অন্যান্য নেতা নেত্রীরাও এবার উৎসাহিত হবেন এবং রাজ্যের বিভিন্ন দলীয় কাজকর্মে আরও বেশি করে তাঁদের দেখা যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে সঠিকভাবে কাজ করলে কেন্দ্রীয় নেতৃত্ব যে কাউকে খালি হাতে ফেরাবে না, সে কথা বুঝিয়ে দিলেন এদিন অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!