এখন পড়ছেন
হোম > রাজ্য > লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল বিজেপিতে জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল বিজেপিতে জল্পনা তুঙ্গে


2019 এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে করছে বিজেপি আর সেই কারণেই চলছে গোটা রাজ্য জুড়ে সাংগঠনিক স্তরে পরিবর্তন। এবার আলিপুরদুয়ার জেলা বিজেপিতে বড়সড় রদবদল হল। জানা গেছে দলের জেলা কমিটি থেকে বেশকিছু হেভিওয়েট নেতার নাম বাদ গিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা নাকি দল বিরোধী কাজে লিপ্ত ছিলেন। যদিও সকলকে কমিটি থেকে বাদ দেওয়া হয়নি পদ গেলেও সদস্য পদ রয়ে গেছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাঁরা দলীয় পদে থাকাকালীন পঞ্চায়েত ভোটে বিরোধীদের হয়ে কাজ করেছেন।তাঁদের চিহ্নিত করে পদ থেকে অপসারণ করা হয়েছে। যদিও দলীয় সদস্য পদ তাঁদের এখনো থাকছে বলেই জানা গেছে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে ভালো কাজ করার পুরস্কার হিসেবে অনেককে নতুন পদ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যাদের নাম বাদ পড়েছে রয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন 2016 সালে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ও জেলা কমিটির সম্পাদক,এছাড়া তিনজন সহ সভাপতি, চারজন সম্পাদক,OBC মোর্চার সভাপতি সহ গোটা কমিটি,এছাড়াও জেলা কিষাণ মোর্চার সভাপতি ও চা শ্রমিক সংগঠন-এর সভাপতি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

অন্যদিকে কুমারগ্রামের জেলা পরিষদের আসন থেকে প্রার্থী কল্পনা নাগকে দলের সম্পাদক পদে আনা হয়েছে। যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ অনেকেই। কেন তাদের বাদ পড়তে হল সে নিয়ে অনেকেই জানিয়েছেন কেন বাদ পড়েছে জানিনা তবে এখনও কোনো মন্তব্য করতে রাজি নই। আগে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলব। তার পরে যা বলার বলবো। এই নিয়ে আলিপুরদুয়ার জেলা সভাপতি জানান যে সাংগঠনিক কাজে গতি আনতে দলের রদবদল করা হয়েছে। দলের রাজ্য কমিটির নির্দেশে এমন রদবদল করা হয়েছে। এটা কারুর একার সিদ্ধান্ত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!