এখন পড়ছেন
হোম > রাজ্য > আসন্ন লোকসভা নির্বাচনে কি সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তা বাড়বে তৃণমূল কংগ্রেসের?

আসন্ন লোকসভা নির্বাচনে কি সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তা বাড়বে তৃণমূল কংগ্রেসের?

সংখ্যালঘুদের নিশানায় ফের রাজ্যসরকার। যে সংখ্যালঘুদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় দাঁড়াতে দেখা গিয়েছে এবার তাঁদেরই আক্রমণের মুখে নেত্রী। ফুরফুরা শরিফের উন্নয়ন নিয়ে তৃণমূল সরকার একাধিক ঘোষণা করলেও সেই অনুযায়ী কাজ হয়নি। এমনটাই বক্তব্য সেখানকার পীরজাদা ত্বহা সিদ্দিকির।

নেত্রী ফুরফুরা শরিফকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কথা আগেই ঘোষণা করেছিলেন। কিন্তু নেত্রীর প্রতিশ্রুতি পূরণের কোনো বাস্তব নজির চোখে পড়েনি। উন্নয়নের মিথ্যা অঙ্গীকার করেছে তৃনমূল। শুধুমাত্র রাস্তার ধারে ত্রিফলা আলো দেওয়া হয়েছে। এর মধ্যে বেশিরভাগ আলো জ্বলেই না।

এসবের পাশাপাশি ফুরফুরা শরিফের মুসাফির থানা নিয়েও অভিযোগ করেন তিনি। বলেন ফুরফুরা শরিফ থেকে আড়াই কিলোমিটার দূরে মুসাফিরা থানা তৈরি হওয়ায় মানুষের বসবাসের অযোগ্য সেটা। ফুরফুর শরিফের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ভুল খবর দেওয়া হচ্ছে এমনটাও অভিযোগে জানান তিনি।

ফুরফুরা শরিফের উন্নয়নের প্রয়োজনকে প্রশাসনের নজরে আনতে তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেন। বলেন,বছরের তিনটি দিনে ফুরফুরা শরিফে প্রায় ত্রিশ লক্ষ মানুষের আগমন হয়। তাতে সরকার মাত্র আঠারো লক্ষ টাকা খরচ করে। কিন্তু গঙ্গাসাগরের মেলায় মাত্র ৫ লক্ষ পূণ্যার্থীর জন্যে সত্তর কোটি টাকা খরচ করতে দ্বিধা করে না সরকার।

রাজ্যসরকার কেন সংখ্যালঘুদের বঞ্চিত করছে এর জবাব জানতে চান তিনি প্রশাসনের কাছে। শুধু এবার নয়,আগেও বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হিন্দুত্বের তোষণ নীতি নেওয়ার জনয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ত্বহা। চাকরি,শিক্ষাক্ষেত্রে থেকে শুরু করে সবক্ষেত্রেই সংখ্যালঘুদের বঞ্চনার মুখে ঠেলে দিচ্ছে রাজ্যসরকার। মুখে সংখ্যালঘুদের উন্নয়নের বুলি আওড়ালেও বাস্তাবে তার সিকিকনাও করছে না তৃণমূল সরকার,এমনটাই অভিযোগ ত্বহার।

এদিন হুগলি জেলার পর্যটন কেন্দ্র হিসাবে বাছাই করা স্থানগুলো পরিদর্শন করার পর দপ্তরে যান পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাঁর বক্তব্য,মুখ্যমন্ত্রী তাঁর পরিকল্পনা মতোই এগোচ্ছেন। তবে ত্বহা সিদ্দিকির এই অভিযোগ তিনি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন বলেও আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী অবস্থানে ছিলেন,তখন থেকে সংখ্যালঘুদের সমর্থনে আওয়াজ তুলেছেন। তাঁদের অধিকার পাইয়ে দেওয়ার আন্দোলন নেত্রীকে বরাবরই দেখা গিয়েছে সামনের সারিতে। বামেদের সরিয়ে তৃনমূল ক্ষমতায় আসার পরও সংখ্যালঘুদের ভুল যাননি নেত্রী।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রশাসনিক কাজকে অবহেলা করে হলেও সংখ্যালঘুদের সমস্যা নিয়ে আগে সক্রিয় হয়েছেন। সেই সংখ্যালঘুরাই লোকসভা ভোটের আগে নেত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁদের এই তৃনমূলবিরোধী মনোভাব সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে পারে এমনটাই আশঙ্কা নবান্ন কর্তাদের। এই প্রেক্ষিতে সংখ্যালঘুদের সমর্থন ফিরে পেতে কী হবে নেত্রীর পরবর্তী পদক্ষেপ তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতির অন্দরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!