এখন পড়ছেন
হোম > রাজ্য > “মাধ্যমিক পরীক্ষা খারাপ হলেও চিন্তার কারণ নেই” মুশকিল আসান করলেন মমতা!

“মাধ্যমিক পরীক্ষা খারাপ হলেও চিন্তার কারণ নেই” মুশকিল আসান করলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তবে প্রতিবারই পরীক্ষার ক্ষেত্রে কোনো একটি বিষয়ে প্রশ্নপত্র খারাপ আসে বলে অভিযোগ থাকে পরীক্ষার্থীদের। তবে এবার সব পরীক্ষা ভালো না হলেও, চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যে পরীক্ষায় অসুবিধে থাকবে, যদি তাদের গোচরে আসে, তাহলে তা দেখে নেওয়া হবে বলে জানিয়ে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। যাকে কেন্দ্র করে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে।

 

সূত্রের খবর, এদিন শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “সব পরীক্ষা যে ভালো হবে, এমন কোনো বিষয় নেই। কোনো কোনো পরীক্ষা খারাপ হলেও হতে পারে। যদি তা খারাপ হয় এবং সেই সমস্ত বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা যদি আমাদের নলেজে আসে, তাহলে আমরা দেখে নেব।”

অর্থাৎ মুখ্যমন্ত্রী এই বক্তব্যের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের ভালো করে পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়ে অভয়বাণী দেওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!