এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নন্দীগ্রাম তদন্তভার এবার সিআইডির হাতে, কোন তথ্য সামনে আসবে এবার?

নন্দীগ্রাম তদন্তভার এবার সিআইডির হাতে, কোন তথ্য সামনে আসবে এবার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের সূত্রপাত আর কিছুদিনের মধ্যেই। রাজ্য জুড়ে চলছে শাসক-বিরোধী উভয়ের জোরদার প্রচার। ঠিক এই সময় কিছুটা তাল কাটে শাসকদল তৃণমূলের। বিধানসভার নির্বাচনের পরিপ্রেক্ষিতে নন্দীগ্রাম প্রথম থেকেই হাইভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। কারণ এখান থেকেই লড়াই করতে নেমেছেন প্রথমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

কিন্তু নন্দীগ্রাম নিয়ে হৈচৈ শুরু হয় গত 10 ই মার্চ থেকে। কারণ সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর সন্ধ্যেবেলা বিরুলিয়া বাজারে আহত হন। জোরদার জখম হওয়ার পর মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, তাঁর ওপর হামলা হয়েছে। পরবর্তীতে তৃণমূলের একাধিক নেতা এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছিলেন। নির্বাচনী পরিস্থিতিতে বাংলার রাজনীতিতে এই ঘটনা ব্যাপক চাপানউতোর সৃষ্টি করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের কাছে তৃণমূল এবং বিজেপি উভয়েই তদন্তের দাবি করে। গেরুয়া শিবির থেকে তো ঘটোনার ভিডিও প্রকাশের দাবী জানানো হয়। আর এবার জানা যাচ্ছে, এই ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি। ইতিমধ্যেই তাঁরা সিট গঠন করে ঘটনাস্থলে যেতে চলেছেন আগামীকাল। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব এবং সিইওর কাছে রিপোর্ট চাওয়া হয়। একইসঙ্গে দুই বিশেষ পর্যবেক্ষককে নিজেদের মতামত জানানোর কথা বলা হয়েছিল।

সমস্ত রিপোর্ট নিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসেন। এরপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তা সত্বেও সেদিন আদৌ কি হয়েছিল তা প্রকাশ্যে আসেনি। আর সে কারণেই এবার ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। প্রসঙ্গত, নির্বাচনের আগে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় সিআইডির প্রবেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার, সিআইডির তদন্তে কোন নতুন তথ্য উন্মোচিত হয় কিনা নন্দীগ্রাম কাণ্ডের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!