এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মহারাষ্ট্রে জোটে বড়সড় ফাটল ধরিয়ে ফেললেন রাহুল গান্ধী

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মহারাষ্ট্রে জোটে বড়সড় ফাটল ধরিয়ে ফেললেন রাহুল গান্ধী

 

প্রথম থেকেই ঠিক ছিল, মহারাষ্ট্র বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করবে শিবসেনা। কিন্তু মন্ত্রিত্বের শর্তে বিজেপি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সেখানে ক্ষমতা দখলে দুই ভিন্ন মেরুর রাজনৈতিক দলকে এক হতে দেখা যায়। গেরুয়া শিবিরের সঙ্গে দীর্ঘ চার দশকের সম্পর্ক ছিন্ন করে শিবসেনা কংগ্রেসের সঙ্গে জোট করে মহারাষ্ট্র সরকার গঠন করে। যেখানে সেই জোটে অংশগ্রহণ করে এনসিপিও।

তবে শিবসেনা এবং কংগ্রেস জোট করে সরকার গঠন করলেও, তাদের সম্পর্ক ঠিক কতদিন সু-সম্পর্ক থাকবে! তা নিয়ে প্রথম থেকেই জল্পনা তৈরি হয়েছিল। কেননা দুই ভিন্ন মেরুর রাজনৈতিক দল একে অপরের বিপরীতধর্মী ভাবধারায় বিশ্বাসী। ফলে সেদিক থেকে বিজেপিও কার্যত আত্মবিশ্বাসী ছিল মহারাষ্ট্রে এই জোট বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না। আর এরই মাঝে এবার কংগ্রেসের রাহুল গান্ধীর এক কথায় বেজায় চটেছে শিবসেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, ঝাড়খণ্ডের নির্বাচনে “রেপ ইন ইন্ডিয়া” মন্তব্য নিয়ে শুক্রবার সংসদে সরব হন বিজেপি সাংসদরা। রাহুল গান্ধীর এহেন বক্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। আর বিজেপি সাংসদদের এহেন দাবির পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে সাভারকারকে টেনে এনে মহারাষ্ট্রের জোটসঙ্গী শিবসেনাকে চটিয়ে ফেললেন রাহুল গান্ধী। সূত্রের খবর, শনিবার দিল্লির রামলীলা ময়দানের একটি সভায় কংগ্রেসের রাহুল গান্ধী বলেন, “আমি রাহুল সাভারকার নই, রাহুল গান্ধী। সত্যি কথা বলার জন্য আমি বা কংগ্রেসের কেউ কখনও ক্ষমা চাইবেন না।”

আর কংগ্রেসের যুব নেতা বিজেপিকে আক্রমণ করতে গিয়ে সাভারকারকে টেনে আনায় এখন প্রবল ক্ষিপ্ত শিবসেনা। এদিন এই প্রসঙ্গে টুইট করেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি লেখেন, “শুধু মহারাষ্ট্র নয়, গোটা দেশের কাছে বীর সাভারকার দেবতা। সাভারকারের নামে সঙ্গে দেশের মান সম্মান জড়িয়ে। নেহেরু, গান্ধীর মত উনিও দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন। এমন মানুষদের সকলেরই সম্মান জানানো উচিত। এক্ষেত্রে কোনো রকম আপস করা হবে না। পন্ডিত নেহেরু এবং মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি। তাই তাঁকেও অসম্মান করা আপনাদের উচিত নয়। বিচক্ষণ ব্যক্তিকে এর চেয়ে বেশি বোঝানোর প্রয়োজন বোধ নেই।”

আর সঞ্জয় রাউতের এহেন মন্তব্য কংগ্রেসকে সতর্ক করে দেওয়ারই শামিল বলে মনে করছে একাংশ। বিশেষজ্ঞরা বলছেন, রাহুল গান্ধীর সাভারকারকে নিয়ে এহেন মন্তব্যের ফলেই হয়ত এবার কংগ্রেস এবং শিবসেনা জোটের করুন প্রভাব পড়তে পারে মহারাষ্ট্রে। তাহলে কি শেষ পর্যন্ত বিজেপির কথাকে সত্যি করেই মহারাষ্ট্রে জোট সরকার ভেস্তে যাবে! তবে যে যাই বলুন না কেন, শেষ পর্যন্ত শিবসেনা কংগ্রেসের রাহুল গান্ধীকে সাভারকার নিয়ে মন্তব্যের জেরে সতর্ক করেই থেমে থাকে! নাকি পরবর্তী কোনো সিদ্ধান্ত নেয়! সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!