এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শাহী টনিকের ফল, মাঠ-ময়দান থেকে ডিজিটাল – বিজেপি প্রস্তুত তৃণমূলকে টেক্কা দিতে

শাহী টনিকের ফল, মাঠ-ময়দান থেকে ডিজিটাল – বিজেপি প্রস্তুত তৃণমূলকে টেক্কা দিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে রাজ্য দখলে মরিয়া গেরুয়া শিবির। রাজ্য বিজেপি নেতৃত্বের সাথে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বেও সমানে পাল্লা দিয়ে চালাচ্ছেন রাজ্যের মসুদ দখলের চেষ্টা। যে কারণে কেন্দ্রীয় নেতা মন্ত্রীরাও একের পর এক বাংলা সফর করে চলেছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় নেতা অমিত শাহ বেশ কয়েকবার রাজ্য ঘুরে গেলেন এবং প্রত্যেকবারই তিনি রাজ্য বিজেপি নেতা এবং কর্মীদের যথেষ্ট উজ্জীবিত করে যান বলে মনে করা হচ্ছে। তবে এবার অমিত শাহ বৈঠক করলেন গেরুয়া শিবিরের অন্যতম শক্তি সাইবার সেলের সঙ্গে। প্রসঙ্গত দেশের মানুষ গেরুয়া শিবিরের হাত ধরেই প্রথম জেনেছিল আইটি সেল বা সাইবার ওয়ার রুম কি!

একুশের ভোটের আগে বাংলাতেও সেই একই পদ্ধতিতে জয়ের রাস্তা মসৃণ করতে চাইছে বিজেপি। সায়েন্স সিটি কর্মশালায় প্রতিটি জেলা থেকে আসা সাইবার সেলের কর্মীদের উদ্দেশ্যে অমিত শাহ বার্তা দিলেন রাজ্যের প্রতিটি মানুষের ফোনে এবং মনে ঢুকে পড়ার। সেক্ষেত্রে দিদির দুষ্কৃতী বাহিনীকে ভয় না পাওয়ার কথা তিনি বলেন। উল্লেখ্য রাজ্য সফরে এসে বিজেপি নেতা অমিত শাহ প্রথমেই কোচবিহারে গিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করেন এবং রাজবংশীদের মন জয়ে বার্তা রাখেন। এবং তারপর ঠাকুরনগরের সভা থেকে মতুয়াদের উদ্দেশ্যে দেন একগুচ্ছ প্রতিশ্রুতি। আর তারপরেই সায়েন্স সিটিতে এসে সাইবার যোদ্ধাদের উজ্জীবিত করলেন তিনি।

পাশাপাশি উপস্থিত সাইবার যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলায় শুধুমাত্র তৃণমূলকে হারিয়ে বিজেপির জেতা মুখ্য নয়। বরং বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে পুনরুজ্জীবিত করার লড়াই এটি। আর এই লড়াই ডিজিটালি লড়ার জন্য সাইবার সেলের প্রয়োজন। প্রসঙ্গত জানা গেছে, সোশ্যাল মিডিয়া দেখার টিমকে চার ভাগে ভাগ করে দিয়েছেন এদিন অমিত শাহ। এবং তিনি রীতিমত ছক কষে দিয়েছেন কিভাবে ভবিষ্যতে বাংলায় সাইবার সেল কাজ করবে। তাঁর কথায় প্রথম টিম রাজ্য এবং দেশের প্রতিটি ঘটনার রাজনৈতিক বিশ্লেষণ করবে। দ্বিতীয় টিম বানাবে কনটেন্ট। তৃতীয় টিম সেই কনটেন্ট মানুষের কাছে পৌঁছে দেবে, এবং চতুর্থ টিম কনটেন্টের ফিডব্যাক নেবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অমিত শাহ নির্দেশ দিয়েছেন, প্রতিদিন সকাল নটায় চারটি টিমের ইনচার্জ বৈঠক করে সেদিনের কাজ সম্পর্কে আলোচনা করে নেবেন। তবে পুরো ব্যাপারটি যাতে সংগঠিতভাবে হয়, সে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, বাংলার বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়াযকে ব্যবহারের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। আর সে কারণেই সর্বভারতীয় বিজেপির আইটি সেলের ইন-চার্জ অমিত মালব্যকে বাংলায় সহ পর্যবেক্ষক করে নিয়ে আসা হয়েছে।

রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তৃণমূলের যেরকম প্রশান্ত কিশোর কাজ করে চলেছে, ঠিক সেরকমই গেরুয়া শিবিরের অন্দরে বিজেপির সাইবার সেল বিশেষ ভূমিকা গ্রহণ করছে বাংলার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। ওয়াকিবহাল মহলের দাবী, শুধুমাত্র মাঠে ময়দানে তৃণমূল-বিজেপির লড়াই নয়, এবারের লড়াইতে গেরুয়া শিবির তৃণমূলকে ডিজিটালভাবেও টক্কর দিতে চলেছে। এখন দেখার মাঠে, ময়দান থেকে ফোনে, মনে গেরুয়া শিবিরকে কিভাবে বোল্ড আউট করে তৃণমূল!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!