মহাষ্টমীর মাহেন্দ্রক্ষণে নিজের ভক্তদের জন্য বড়সড় সুখবর শোনালেন কোয়েল মল্লিক, জানুন বিস্তারে অন্যান্য বিনোদন October 25, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে এবারে বাঙালি দুর্গাপুজো বেরঙিন। মা এসেছেন বটে, কিন্তু তাকে নিয়ে আনন্দে মেতে ওঠার মানুষজন নেই বললেই চলে। আর সেই কারণেই যেখানে বারোয়ারি পূজা প্যান্ডেল গুলোতে লোক সংখ্যা কমেছে, দেখা গেছে কেবলমাত্র উদ্যোক্তারাই কাজ করে চলেছেন, তেমনি অন্যদিকে বাড়ির পুজোগুলিতে লোক সমাগম হয়নি খুব বেশি। তাই পুজো মানেই বাঙালির কাছে যে আনন্দ মজা তাতে ঘাটতি পড়েছে অনেকটাই। প্রতিবছর দুর্গাপূজা প্যান্ডেল মানেই, প্যান্ডেল হপিং থেকে শুরু করে ছবি তোলা, নতুন জামা কাপড় পরে পছন্দের মানুষের সঙ্গে ইতিউতি ঘুরে বেড়ানো। সেই সঙ্গে বনেদি বাড়ির পুজোগুলো দেখতেও আগ্রহ থাকে মানুষের। আর কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে থেকে মল্লিক বাড়ির পুজোর কথা আলাদা করে বলতে হয় না। বাড়ির পুজোয় কোয়েল মল্লিককে একটু কাছ থেকে দেখার জন্য বা তাঁর হাসি দেখার জন্য সারাবছর মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা। তবে এ বছর সেই সুযোগ পাওয়া যায়নি। কারণ করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া নিষেধ হয়ে গেছে বাঙালির কাছে। তবে কোয়েল মল্লিকের পরিবারের পরিস্থিতি করোনার কারণে খুব একটা স্বাভাবিক ছিল না বলেই জানা যায়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বস্তুত বাংলায় লকডাউনের পরপরই সুখবর নিয়ে আসেন কোয়েল মল্লিক। একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তবে এর পরেই তাঁর বাবা-মা এবং স্বামীসহ করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। আর যা নিয়ে উত্তেজনা ছড়ায় তাঁর অনুরাগী মহলে। যদিও এর পরে তাঁরা প্রত্যেকেই করোনা মুক্ত হয়ে ওঠেন এবং সেই কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন। তবে তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় করোনা বিধি মেনে চলার কথা জানিয়ে দেন তিনি। তাই পুজোয় এবার সকলকে নিয়ে সতর্ক থাকবেন বলেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি পুজোর আনন্দে তাঁকে দেখার সুযোগে অনুরাগীদের মধ্যে ভাটা পড়লেও, তিনি ছেলের নামকরণের সুখবর শোনান গতকালই। তাঁর পুত্র সন্তানের নামকরনের জন্য অষ্টমীর দিনটিকেই বেছে নেন তিনি। জানা গেছে তাঁর ছেলের নাম রেখেছেন কবির। আর সেই নাম প্রকাশ্যে আসতেই টলিউডের তারকাদের মধ্যে নামের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন আবির চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র প্রমুখ সেলিব্রিটিরা। তবে এদিন হলুদ পাঞ্জাবী পরে লালরঙা কোয়েল মল্লিক এবং বাবা নিসপাল সিং রানের সঙ্গে দিব্যি মানিয়েছিল ছোট্ট কবিরকে। আপনার মতামত জানান -