এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধানসভা নির্বাচনের আগে সন্দেহ প্রকাশ বিজেপির! জেনে নিন!

বিধানসভা নির্বাচনের আগে সন্দেহ প্রকাশ বিজেপির! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণ অভিযানে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন 13 জন সহকর্মীকে। মূলত ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। তাই সঠিক তদন্তের দাবিতে রাস্তায় নামতে দেখা গিয়েছিল তাকে।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের সেই আন্দোলন আজও স্বর্নাক্ষরে বাংলার রাজনৈতিক ইতিহাসে লেখা রয়েছে। কিন্তু এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর তখন তিনি সিপিএমের বিরুদ্ধে অর্থাৎ তৎকালীন শাসকবর্গের বিরুদ্ধে এই রকম লড়াই আন্দোলন করলেও, এবার পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ভারতীয় জনতা পার্টি।

সামনে 2021 এর বিধানসভা নির্বাচন। আর তার আগে এবার কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে! জানা গেছে, বর্তমান বিরোধী রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম রয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপি যখন এই অভিযোগ করছে, তখন অতীতের ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, “গত ডিসেম্বর মাসে আমরা দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করি। আমরা জানাই ভোটার লিস্টে অস্বাভাবিক ভাবে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে। মৃত ভোটারদের নাম কাটা হয়নি। বাসস্থান বদল করেছেন যারা, তাদের অনেকের নাম রয়ে গিয়েছে। কয়েকটি জেলায় অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা তাঁর কাছে বিষয়টি নিয়ে অডিটের দাবি জানিয়েছিলাম। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে গিয়ে একই দাবি করেছি। এই সংক্রান্ত কাগজপত্র তার হাতে তুলে দেওয়া হয়েছে।” আর স্বপন দাশগুপ্তের এই কথা থেকেই স্পষ্ট যে ভোটার তালিকা নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।

আর সেই কথা যে অত্যন্ত বাস্তব, তা বিজেপি সাংসদের কথা থেকে অনুভব হল বলেই মত রাজনৈতিক মহলের। অনেকে বলছেন, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। অতীতে সিপিএমের আমলে এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আন্দোলন করতে দেখা গিয়েছিল আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দল বিজেপির পক্ষ থেকে একই ব্যাপারে সংশয় প্রকাশ রয়েছে। স্বাভাবিক ভাবেই নির্বাচনের আগে পরিস্থিতি ক্রমশ জটিল হতে চলেছে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!