এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “জয় শ্রীরামে” বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ নিয়ে দিদিকে মোক্ষম জবাব দিতে নয়া পদক্ষেপ বিজেপির

“জয় শ্রীরামে” বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ নিয়ে দিদিকে মোক্ষম জবাব দিতে নয়া পদক্ষেপ বিজেপির


জয় শ্রীরাম স্লোগান নিয়ে এখন উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বেশ কিছুদিন আগেই চন্দ্রকোনা রোড দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় কিছু যুবক জয় শ্রীরাম স্লোগান দিলে গাড়ি থেকে নেমে এসে “কিরে পালাচ্ছিস কেন! সামনে আয়। হরিদাস সব! আমাকে গালাগালি দিচ্ছে!” বলে রনংদেহী মেজাজে অবতীর্ণ হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি নৈহাটি যাওয়ার সময় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় কয়েকজনকে। যা নিয়ে কার্যত রাস্তায় নেমে পড়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর হুংকার, “আমাদের খাচ্ছে, আমাদের পড়ছে, আবার আমাদেরকেই গালাগালি দিচ্ছে।” তবে শুধু হুমকি দিয়ে আটকে থাকাই নয়, কেউ জয় শ্রীরাম বললেই তার পাল্টা জয় হিন্দ বলা হবে বলেও নিজের কর্মী-সমর্থকদের শিখিয়ে দেন তৃনমূল নেত্রী। তবে একজন মুখ্যমন্ত্রী জয় শ্রী রামের বাণী শুনে কেন এভাবে রেগে যাচ্ছেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

আর এহেন একটা পরিস্থিতিতে এবার রাজ্যের রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিতে সেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে “জয় শ্রীরাম” লেখা 10 লক্ষ পোস্ট কার্ড পাঠানোর কথা ঘোষণা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, শনিবার কাঁচড়াপারায় উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর শাসকদলের যেখানে বৈঠক চলছিল, তার বাইরেই বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত করে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, এই অফিসটি সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভ্রাংশু রায়ের। আর এরপরই জয় শ্রীরাম স্লোগান তুলে তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। আর এতেই ধুন্ধুমার বেধে যায় এলাকায়।

অভিযোগ, বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে তৃণমূল নেতাদের বের করে দেয় পুলিশ। আর এরপরই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, “এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে 10 লক্ষ জয় শ্রী রামের পোস্টকার্ড পাঠানো হবে।” আর অর্জুন সিংহের এই ঘোষণা যদি সত্যি হয়, তাহলে বঙ্গ রাজনীতিতে যে জয় শ্রীরাম নিয়ে ফের আরও একবার বড়সড় ঝড় উঠতে চলেছে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!