এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমায় দিল্লির নেতারা ম্লান হয়ে গিয়েছেন দাবি অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমায় দিল্লির নেতারা ম্লান হয়ে গিয়েছেন দাবি অভিষেকের


এবারের লোকসভা নির্বাচনের বাংলায় বাড়তি নজর দিয়ে বাংলার 42 টি লোকসভা আসনের মধ্যে বিপুলসংখ্যক আসন যাতে নিজেদের ঝুলিতে নিয়ে আসা যায়, তার জন্য বারে বারেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নরেন্দ্র মোদী বাংলায় এসে বিভিন্ন জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করতে শুরু করেছেন।

যা নিয়ে পাল্টা বিভিন্ন জনসভা থেকে সেই নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু এবারে বিজেপির হেভিওয়েট নেতা তথা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বঙ্গ সফর নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের সেকেন্ড- ইন-কমান্ড তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, শনিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহানের সমর্থনে বাদুড়িয়ার আটঘরা হাইস্কুল ময়দানে একটি সভায় উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নরেন্দ্র মোদির বাংলায় আসা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করে ভোট ভিক্ষা করতে আসছেন। কিন্তু এসব করে কিচ্ছু হবে না। নরেন্দ্র মোদী যদি প্রতিদিন বাংলায় এসে সভা করেন, তাও এই বাংলা থেকে জিরো নিয়েই তাঁকে দিল্লিতে ফিরতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বাংলা থেকে এবার বিজেপি 23 টি আসন দখলের ব্যাপারে জানিয়ে দিলেও এদিন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “লোকসভা তো দূরের কথা, আগে একটা হরিসভা আসনে জিতে দেখাক!” আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নরেন্দ্র মোদির বঙ্গ সফর নিয়ে কটাক্ষ করছে, ঠিক তখনই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, আসলে মোদিজি বাংলা এসে যখন গেরুয়া ঝড় তুলছেন ঠিক তখনই ভয় এবং আতঙ্কিত হয়ে এই ধরনের কথা বলছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

অন্যদিকে এদিন বসিরহাটের নির্বাচনী সভা থেকে সকলে চুপ করে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়ে যাবেন বলে জানিয়ে দেন তৃনমূল যুবর সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, “ভারতের যত রাজনৈতিক দল আছে, সবাই বিজেপির ধমকানি চমকানিতে চুপ করে আছে। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য ধাতুতে গড়া। তিনি একাই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। আর তাই ভোটের আগে নরেন্দ্র মোদিকে বাংলায় ডেলি প্যাসেঞ্জারী করতে হচ্ছে।”

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের পর পাল্টা বিজেপির কর্মী-সমর্থকেরা বলতে শুরু করেছেন, নরেন্দ্র মোদী না হয় ডেলি প্যাসেঞ্জারী করছেন! কিন্তু গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে যে কোনো রাজনীতিবিদ যে কোনো জায়গায় প্রচারে যেতেই পারেন।

আর প্রধানমন্ত্রী যখন বাংলায় প্রচারে এসে গেরুয়া ঝড় তুলছেন, তখনই তৃণমূলের অন্দরে যে ভীতি তৈরি হয়েছে, তা থেকেই অভিষেকবাবু এইরকম কথা বলতে শুরু করেছেন বলে দাবি গেরুয়া শিবিরের। তবে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদির বঙ্গ সফর এবং তাকে ঘিরে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসে তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামী 23 মে পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!