এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধান চন্দ্র রায় বাংলার রূপকার হলে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নব রূপকার – জানিয়ে দিলেন হেভিওয়েট মন্ত্রী

বিধান চন্দ্র রায় বাংলার রূপকার হলে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নব রূপকার – জানিয়ে দিলেন হেভিওয়েট মন্ত্রী

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে শেষকথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর নির্দেশিত পথেই অনুপ্রাণিত হয়ে রাজ্যের উন্নয়ন করে চলেছেন তাঁর দলের মন্ত্রী, নেতা, কর্মী ও সমর্থকরা – তা আরও একবার প্রমান করে দিলেন রাজ্য মন্ত্রীসভার হেভিওয়েট সদস্য তথা রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।

গতকাল, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে শ্রমিক মেলার উদ্বোধনে এসে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়কে বাংলার রূপকার বলা হয়, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বাংলার নব রূপকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল প্রথমে, শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবকে সঙ্গে নিয়ে দুদিনব্যাপী শ্রমিক মেলার উদ্বোধন করেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। পরে জলপাইগুড়িতে মিলন সংঘের মাঠে শ্রমিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ সদস্য বিজয়চন্দ্র বর্মন, এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, বিধায়ক খগেশ্বর রায়কে সঙ্গে নিয়ে মলয়বাবু শ্রমিকদের হাতে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের চেক তুলে দেন।

এরপর নিজের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শ্রমমন্ত্রী পূর্বতন বাম সরকারকে তীব্র আক্রমণ করেন। মলয়বাবুর বক্তব্য, বাম আমলে ১১ বছরে শ্রমিকদের মাত্র ৯ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু, মা মাটি মানুষের সরকার গত সাত বছরে ১,৩০০ কোটি টাকা অনুদান দিয়েছে। সাধারণ মানুষের সামাজিক সুরক্ষার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ৪৮ টি প্রকল্প চালু করেছেন। গত ৩৪ বছরে একটি সরকার রাজ্যকে পিছিয়ে নিয়ে যাওয়া ছাড়া কোনও কাজ করেনি।

পাশাপাশি মলয়বাবু কেন্দ্রের বিজেপি সরকারকেও তীব্র আক্রমন করেন। তিনি বলেন, প্রতিদিন পেট্রোল, রান্নার গ্যাসের দাম বাড়ছে। কেন্দ্রের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুটি পরিবার ফুলে ফেঁপে উঠেছে। সাড়ে চার বছরে দেশের টাকা লুট হয়েছে।

সাধারণ মানুষ বুঝে গিয়েছেন বিজেপি দলটা ধোঁকাবাজ। কিন্তু, আজকে বাংলায় যে সুযোগ সুবিধা রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য করে দিয়েছেন, দেশের অন্য কোনও রাজ্যের মানুষ এমন সুবিধা পান না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!