এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আরব বিপণির জন্য আমন্ত্রণ পত্র পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরব বিপণির জন্য আমন্ত্রণ পত্র পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা যে দিন দিন আকাশচুম্বী হচ্ছে তা আবার প্রমাণিত হল।কিছুদিন আগেই নিজের বক্তব্য তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রীর কাছে নিমন্ত্রণ এল সুদূর ইংল্যান্ড থেকে। এর আগে ইজরায়েলের এমসিটিসি এর আন্তর্জাতিক সম্মেলনেও বক্তা হিসাবে আমন্ত্রণ পেয়েছেন।আর এবার আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন আরব আমিরশাহি সরকার।আগামী এপ্রিলে আরবের বুকে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য শিল্পশালা।আর এই অনুষ্ঠানে যোগদানের জন্য রাজ্য মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে আমন্ত্রণ পত্র।

মূলত বৈদেশিক বিনিয়োগ সহ আরব বানিজ্যের অগ্রগতির বিষয়ে আলোচনার জন্যই আগামী ৯-১১ এপ্রিলে আয়োজন করা হয়েছে এই কর্মশালার।অষ্টম বর্ষে পা দেওয়া এই বিপনীতে আমন্ত্রিত বিভিন্ন দেশের নানান গুন্যমান্য ব্যক্তি।আর বিশাল কর্মসূচিতে যোগদান করবার জন্যই সংযুক্ত আরব আমিরশাহীর প্রধানমন্ত্রী তথা উপরাষ্ট্রপতি ও দুবাইয়ের প্রশাসক শেখ মহম্মদ বিন রসিদ আল মাকতম আমন্ত্রণ জানিয়েছে মুখ্যমন্ত্রীকে।যদিও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। তবে সত্যিই তিনি যদি এই আমন্ত্রণ গ্রহণ করেন, তাহলে তাঁর হাত ধরে বাংলা আবার বিরল সম্মানের অধিকারী হতে চলেছে সেকথা বলায় বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!