এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিশেষ আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ

বিশেষ আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশেষ আর্জি নিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, গত ২০১৮ সালে শুভেন্দু অধিকারী যে সময় রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, সেসময় তাঁর এক নিরাপত্তাকর্মী শুভব্রত চক্রবর্তীর হঠাৎ মৃত্যু ঘটে। জানা যায়, মাথায় গুলি লেগে প্রাণ হারান তিনি। সম্প্রতি, তাঁর স্ত্রী এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এরপর থেকেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি।

ইতিমধ্যেই আটজন পুলিশকর্মীকে ভবানীভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কাঁথি থানার সেসময়কার আইসি সুনয়ন বসুকে ভবানী ভবনে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আবার এই মামলার এফআইআরে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই মামলা থেকে তাঁর নাম খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হচ্ছে তাঁকে। এরসঙ্গেই রাজ্যের সমস্ত মামলার সিবিআই তদন্ত করার দাবি করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, এই ঘটনার তদন্তে শুভেন্দু অধিকারীর এক প্রাক্তন নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে সিআইডি। তাঁর মৃত্যুর ঘটনাকে সেসময় আত্মহত্যা বলে জানানো হলেও, এবার নতুন করে তদন্ততে লেগে পড়েছে সিআইডি। কাঁথি হাসপাতালের বেশকিছু চিকিৎসককেও তলব করেছে সিআইডি। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁকে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন যে, তিন বছরের পুরনো মৃত্যুর মামলা নিয়ে হঠাৎ করে তদন্ত শুরু করার মধ্যে রাজনৈতিক যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!