এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের সংগঠনে কি বড়সড় বদল আসন্ন? বিধায়ক প্রতি খোদ মমতার কাছে 10 জনের তালিকা ঘিরে জল্পনা

তৃণমূলের সংগঠনে কি বড়সড় বদল আসন্ন? বিধায়ক প্রতি খোদ মমতার কাছে 10 জনের তালিকা ঘিরে জল্পনা

দলকে শক্তিশালী করার জন্য শীর্ষস্থানীয় নেতাদের উপর ভরসা রাখলেও, লোকসভা ভোটের বিপর্যয়ের পর সংগঠনের রাশ সরাসরি নিজের হাতে নিয়ে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে সংগঠনকে আরও বেশি করে মেলে ধরা যায় তার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। বস্তুত, এবারের লোকসভা নির্বাচনে তফসিলি ভোটব্যাঙ্কের অনেকটাতেই থাবা বসিয়েছে গেরুয়া শিবির। তাই আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে সেই ভোটব্যাংককে শক্তিশালী করতে এখন উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, রাজ্যের প্রতিটা বিধানসভা কেন্দ্রে বাছাই করা তফসিলি কর্মীদের ডেটাব্যাংক এখন নিজের কাছে রাখতে চান তৃণমূল দলের সুপ্রিমো। সূত্রের খবর, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের দশজন তফসিলি পার্টিকর্মীর নাম এবং যোগাযোগ নম্বরের তালিকা দীর্ঘদিনের বিশ্বস্ত বাড়ির অফিস সামলানো মানিক মজুমদারের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। শারদোৎসবের সূচনা পর্বে দলের সর্বাধিনায়িকা হিসেবে দলীয় জনপ্রতিনিধিদের কাছে এই ব্যাপারে একটি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে যেখানে নিজেদের দলের বিধায়ক নেই, সেখানে নেতৃত্বদেরকেই সেই তফসিলি কর্মীদের নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গত 22 সেপ্টেম্বর এই ব্যাপারে দলের বিধায়কদের যেমন চিঠি দিয়ে অবহিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই দলীয় কর্মী ও নেতৃত্বদেরকে শারদ উৎসবের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তবে তার চিঠির মধ্যে অনেকটাই যে রাজনৈতিক নির্দেশ রয়েছে, তা বুঝতে বাকি নেই তৃণমূলের কারোরই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দলের বিধায়ক এবং নেতৃত্বদের কাছে চেয়ে পাঠানো এই তফসিলি কর্মীদের নামের তালিকা জমা দেওয়ার শেষ দিন আজ। তবে লোকসভা নির্বাচনের পর দলের নেত্রীর কাছ থেকে সাংগঠনিক ইস্যুতে এই লিখিত চিঠি পেয়ে এখন তৃণমূলের অনেক বিধায়কই কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। কারণ হিসেবে জানা যাচ্ছে, এক মাস ধরে বিধানসভার অধিবেশন চলার সময় প্রতি বিধানসভা কেন্দ্র পিছু পাঁচজন করে তফসিলি জাতিভুক্ত দলীয় কর্মী নাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বিধানসভার চিফ হুইপের দপ্তর থেকে।

সেই সময় তৃণমূলের প্রায় দেড়শ বিধায়ক পাঁচজন করে তফসিলি জাতিভুক্ত কর্মীর নাম ও মোবাইল নম্বর জমা করেছিলেন। তবে এইবার ফের সেই নাম চেয়ে পাঠানোর ব্যাপারে নেত্রীর কাছ থেকে চিঠি পাওয়ায় অনেকের কাছেই পুজোর মুখে এই ব্যাপারটি জটিল হয়ে গিয়েছে। অনেক বিধায়ক বলছেন, “পূর্বে পাঁচজন করে নাম জমা দেওয়া হয়েছিল। এখন আবার দশজন করে নাম জমা নেওয়ায় আমরা বুঝতে পারছি না, আগের উদ্যোগের সঙ্গে এই উদ্যোগের মিল আছে! নাকি এই উদ্যোগ সম্পূর্ণই আলাদা!”

সব মিলিয়ে এবার তফসিলি ভোটব্যাংককে মজবুত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিধায়কদের কাছে 10 জন তফসিলি কর্মীর লিস্ট চেয়ে পাঠানোয় তৃণমূলের দলীয় স্তরে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই দলের সর্বোচ্চ নেত্রীর কাছ থেকে পাওয়ায়, মনে করা হচ্ছে এবার দলের সাংগঠনিক স্তরে একাধিক বড়সড় রদবদল হতে পারে। প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের নীচুতলায় ‘হোলটাইমার’ রাখা হবে ছড়িয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!