এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশে কী আর্থিক জরুরী অবস্থা চলছে?‌ প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমন মুখ্যমন্ত্রীর

দেশে কী আর্থিক জরুরী অবস্থা চলছে?‌ প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমন মুখ্যমন্ত্রীর

দেশে কী আর্থিক জরুরী অবস্থা চলছে?‌ প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমন মুখ্যমন্ত্রীর। গোটা দেশ জুড়ে ফের এটিএম- এ টাকার আকাল। নিজেদের গচ্ছিত টাকা প্রয়োজনে এটিএম থেকে তুলতে না পারায় ক্ষোভে ফুঁসছে রাজধানী সহ গোটা দেশ। দেশের টালমাটাল অবস্থা দেখে ড্যামেজ কন্ট্রোল করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থমন্ত্রী অরুন জেটলি জানালেন, ‘‌আর্থিক এই পরিস্থিতি নজরে এসেছে। ব্যাঙ্কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে এটিএমগুলি থেকে হঠাত্‍ টাকা তোলা বেড়ে যাওয়ায় নোটের ঘাটতি দেখা দিয়েছে। তবে এটা সাময়িক ঘাটতি। দ্রুত তা মিটে যাবে।’‌ ঠিক এমন পরিস্থিতিতে মুখ খুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘‌রিপোর্টে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যের এটিএম থেকে টাকা তোলা যাচ্ছে না। বড় নোট গায়েব হয়ে গিয়েছে। নোট বাতিলের দিনগুলি আবার মনে পড়ে যাচ্ছে। দেশে কী আর্থিক জরুরী অবস্থা চলছে?‌’‌ মুখ খুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীও। প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে এদিন তিনি সাংবাদিকদের জানান, ‘‌মোদিজি ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। নীরব মোদি ৩০ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী একটি কথাও বলেননি। আমাদের জোর করে লাইনে দাঁড় করিয়ে ৫০০ ও ১০০০ আমাদের পকেট থেকে ছিনিয়ে নিয়ে নীরব মোদির পকেট ভর্তি করেছেন।’‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!