এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘তৃতীয় ফ্রন্ট’ কেন গড়তে চাইছেন মমতা ব্যাখ্যা দিলেন সেলিম

‘তৃতীয় ফ্রন্ট’ কেন গড়তে চাইছেন মমতা ব্যাখ্যা দিলেন সেলিম

বার বার মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিউড়াতে বিজেপির জেতা নিয়ে সিপিআইএমকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। এদিন সেই প্রসঙ্গে বলতে গিয়ে সাংসদ মহম্মদ সেলিম বলেন যে,“মমতা বন্দ্যোপাধ্যায়ই মোদি লাইনকে বাংলায় এনেছেন। বাবরি ধ্বংসের পর বিজেপি-র সঙ্গে জোট করেছেন। গুজরাতে সংঘর্ষের পর ফুল ফুটিয়েছেন। এখন ওনার বোধোদয় হতে পারে। কিন্তু সঠিক সময় সঠিক বোধোদয় হওয়া উচিত।”পাশাপাশি কেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় ফ্রন্ট চাইছেন তার বিজেপি ব্যাখ্যা করে তিনি বলেন,“আমরা যখন তৃতীয় বিকল্প গড়ার ডাক দিয়েছিলাম, তখন উনি কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপি-র কাছে গিয়েছিলেন। আজ যখন লড়াইটা সরাসরি বিজেপি-র বিরুদ্ধে হওয়া প্রয়োজন, তখন উনি তৃতীয় ফ্রন্ট গড়তে চাইছেন। কারণ ওনার লক্ষ্য, বিজেপি বিরোধী ভোটকে ভাগ করা। কারণ এতকিছুর পরও বিজেপি-র ভোট সারা দেশে এক-তৃতীয়াংশরও কম। তাই বিজেপি স্পনসরড স্কিম হল, ভোটটা তিনভাগে ভাগ হোক।”পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন যে, “যখন ভি পি সিংয়ের সরকার হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন ? দেবেগৌড়া সরকারের সময় কোথায় ছিলেন ? কোথায় ছিলেন ইন্দ্রকুমার গুজরালের সরকারের সময় ? তিনি তো এর আগে কখনও বিজেপি ও কখনও কংগ্রেসের সঙ্গে গেছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!