মমতাকে জব্দ করতে আজই মাস্টার প্ল্যানিং বিজেপির, রাজ্য দপ্তরে মহা বৈঠক! জাতীয় তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য September 4, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-2019 সালের লোকসভা নির্বাচন থেকেই রাজ্যে ক্রমশ বিরোধী শক্তি হিসেবে উত্থান হয়েছে ভারতীয় জনতা পার্টির। তবে সামনেই 2024 এর লোকসভা নির্বাচন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শরিক হিসেবে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন। তবে সেই বাংলায় তৃণমূলকে একেবারে ধুয়ে মুছে সাফ করতে পাল্টা রনকৌশলের রাস্তা বেছে নিল ভারতীয় জনতা পার্টি। অযথা সময় নষ্ট করা এবং ভাষণ দিলে হবে না। প্ল্যানিং করেই যে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে, তা বুঝে গিয়েছেন বিজেপি নেতারা। তাই সময় নষ্ট না করে এবার আসল কাজে মনোনিবেশ করলেন রাজ্যে দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় নেতা থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা। যার অঙ্গ হিসেবে আজ বিজেপি রাজ্য দপ্তরে শুরু হয়ে গিয়েছে কোর কমিটির বৈঠক। যে বৈঠক থেকে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে খবর। সূত্রের খবর, আজ বিজেপির সল্টলেকের রাজ্য দপ্তরে একটি কোর কমিটির বৈঠক শুরু হয়েছে। যেখানে সর্বভারতীয় স্তরের নেতা-নেত্রীরা উপস্থিত রয়েছেন। এছাড়াও রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল সহ অন্যান্যরা। তবে হঠাৎ করে বিজেপির এই বৈঠক কেন! গেরুয়া শিবির সূত্রের খবর, 2019 সালে যে সমস্ত কেন্দ্রে জয় পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, এবার সেখানে জয়ের মার্জিন আরও বৃদ্ধি করতে হবে। এছাড়াও যে সমস্ত কেন্দ্রে পরাজিত হয়েছে গেরুয়া শিবির, সেখানেও যাতে এবার জয় নিশ্চিত করা যায়, তার জন্য এখন থেকেই কৌশল স্থির করছে বঙ্গ বিজেপি। আর সেই কারণেই ময়দানে নামার আগে মাস্টার প্ল্যানিং দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে কাবু করার চেষ্টা মুরলিধর লেনের। একাংশের মতে, বর্তমানে বিজেপির কাছে পশ্চিমবঙ্গ নিয়ে ইস্যুর অভাব নেই। দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব, তৃণমূলের বিরুদ্ধে নানা ইস্যু বিজেপিকে বিরোধী শক্তি হিসেবে ক্রমাগত অক্সিজেন দিচ্ছে। তবে এতসবের মধ্যেও বিজেপির নানা নেতার দ্বন্দ্ব দলীয় শৃঙ্খলাকে নষ্ট করছে বলে অভিযোগ। যার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ রাজ্য বিজেপির উপর অনেকটাই ক্ষুব্ধ। তাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে না জড়িয়ে এখন থেকেই প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে লোকসভাকে টার্গেট করে যাতে বিপুল আসন বাংলা থেকে দিল্লির হাতে তুলে দেওয়া যায়, তার চেষ্টা শুরু করে দিল বঙ্গ বিজেপি, কেননা বিজেপিকে আটকাতে দেশে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। আর সেই ইন্ডিয়া জোটে নেতৃত্বদের মধ্যে অগ্রভাগে রয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সর্বভারতীয় ক্ষেত্রে সেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব স্থানে থাকা নেতা-নেত্রীদের জবাব দিতে মরিয়া কেন্দ্রীয় বিজেপি। সেদিক থেকে বঙ্গ বিজেপির ওপর কেন্দ্রীয় বিজেপি অনেকটাই ভরসা রাখছে যে, যাতে তারা বাংলা থেকে বিপুল আসন নিয়ে তৃণমূলকে মুখের মত জবাব দিতে পারে। তাই কেন্দ্রের আশা যাতে নিরাশায় পরিণত না হয়, তার জন্য রণকৌশল স্থির করে এখন থেকেই লোকসভার প্রস্তুতি নিয়ে নিজেদের প্রক্রিয়া শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। পর্যবেক্ষকদের মতে, গোটা দেশে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে “এক দেশ এক ভোট”। যদি এই নিয়ম লাগু করতে পারে কেন্দ্রীয় সরকার, তাহলে লোকসভার সঙ্গে একাধিক রাজ্যের বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে পারে। সেদিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা সম্ভাবনা রয়েছে। তাই বাংলা যখন বিজেপির কাছে পাখির চোখ, তখন লোকসভার ময়দান প্রস্তুতের পাশাপাশি জেলায় জেলায় সংগঠনকে চাঙ্গা করতে বিধানসভার টার্গেট নিয়েও এগোতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সেই কারণে লোকসভা এবং বিধানসভা দুই ভোটের প্রস্তুতি সেরে নিয়ে আজকের বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করার মাস্টার প্ল্যান স্থির করে ফেলবে পদ্ম শিবির। তবে সেই প্ল্যানিংয়ের ছিটেফোঁটা খবরও বাইরে আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -