এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার 10 বছরের রিপোর্ট কার্ডের দাবি শুভেন্দুর, বেকায়দায় তৃণমূল!

মমতার 10 বছরের রিপোর্ট কার্ডের দাবি শুভেন্দুর, বেকায়দায় তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। এই নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন। স্বাভাবিক ভাবেই দুই হেভিওয়েটের লড়াইয়ে শেষ পর্যন্ত এখানে কে জয়লাভ করে, তা দেখার বিষয়।

আর এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলতে শুরু করেছে দু’পক্ষ। তবে শুভেন্দু অধিকারী এত বছর ধরে তৃণমূল কংগ্রেসে থাকলেও কিছুদিন আগে বিজেপিতে এসে এবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নানা কাজ নিয়ে তুলতে শুরু করেছেন প্রশ্ন। আর এবার বিগত 10 বছরে রাজ্যের তৃণমূল সরকার কি কি কাজ করেছে, সেই ব্যাপারে প্রশ্ন তুলে তৃণমূলের কাছে রিপোর্ট কার্ডের দাবি তুললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

সূত্রের খবর, আজ নন্দীগ্রামের তেখালি বাজারে বিজেপির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়‌। আর সেখানেই তৃনমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা আপনার রিপোর্ট কার্ড দেখতে চাই। গত 10 বছরে চাকরি নেই, শিল্প নেই। ভারতের 10 কোটি লোক পিএম কিষান পেল। আর বাংলার কৃষকদের আপনি পিএম কিষান দিলেন না! এবার আপনাকে যেতে হবে। সোনার বাংলা হবে। ডবল ইঞ্জিন সরকার হবে। এতদিন আমি ল্যাম্পপোস্ট ছিলাম, এবার মোদীজির নেতৃত্ব আসল কাজটা বাংলার জন্য করব।” অর্থাৎ শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের সরকার চললেও, কাজের কাজ কিছুই হয়নি। তাই এবারের ভোট যেহেতু বিধানসভা নির্বাচন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃনমূল কংগ্রেসকে এতদিনের কাজের খতিয়ান তুলে ধরতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, গত লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রের মোদী সরকার কি কি কাজ করেছে, তা তুলে ধরা হয়েছিল। আর সেই নির্বাচন ছিল লোকসভা নির্বাচন। অর্থাৎ সেই সময় তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এবার মোদীজি কি কি কাজ করেছেন, সেই কথা তুলে ধরে তারা বিজেপির কাছে জিজ্ঞাসা করবেন। আর তার পরিপ্রেক্ষিতে বিজেপিকে জবাব দিতে হবে। কিন্তু এবারের নির্বাচন লোকসভা নির্বাচন নয়। এবারের নির্বাচন বিধানসভা নির্বাচন।

আর সেই নির্বাচনে বিগত 10 বছর ধরে রাজ্যের তৃণমূল সরকার কি কি কাজ করেছে, তার জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসকে। যুক্তি সম্মত ভাবে সেই কথা তুলে ধরেগ এতদিন ধরে তৃণমূল কংগ্রেসে থাকা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করে প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই কঠিন প্রশ্ন সুকৌশলে ছুড়ে দিলেন। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর রিপোর্ট পেশের এই দাবিকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষ হিসেবে তার উত্তর দিতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!