এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার বিদায় নিশ্চিত, রাজ্যে পা রেখেই হুঙ্কার শাহের! উজ্জীবিত বিজেপি!

মমতার বিদায় নিশ্চিত, রাজ্যে পা রেখেই হুঙ্কার শাহের! উজ্জীবিত বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যু ধরে লড়াই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি প্রবল লড়াই দিলেও এবং নীচু তলার কর্মীরা মার খেলেও বিজেপি শীর্ষ নেতৃত্ব কি তাদের নিয়ে চিন্তিত? তারা কি আদৌ পশ্চিমবঙ্গে পরিবর্তন চান! সেই পরিবর্তনের লক্ষ্যে কি তারা কোনো পদক্ষেপ নেবে! নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি? এতদিনে এই বিষয় নিয়ে অনেকেই নানা সেটিংয়ের অভিযোগ তুলেছেন। কিন্তু এবার রাজ্যে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে অমিত শাহ যে কথা বলেছেন, তা দেখে বিজেপি কর্মীরা তো উজ্জীবিত বটেই। তার পাশাপাশি যারা পরিবর্তনের লক্ষ্যে লড়াই করছেন, তারাও যথেষ্ট উৎসাহী।গেরুয়া শিবিরের কর্মীরা বলছেন, কোনো সেটিং নেই। অমিত শাহ এদিন যে কথা বলেছেন, তাতে স্পষ্ট যে, এবার কেন্দ্রীয় বিজেপিও বাংলা নিয়ে যথেষ্ট মাথা ঘামাতে শুরু করেছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিশ্চিত বলেই দাবি পদ্ম শিবিরের।

প্রসঙ্গত, আজ সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিঃসন্দেহে এটা তার রাজনৈতিক সফর নয়। কিন্তু তবুও তিনি এই পুজো উদ্বোধনের মঞ্চেই এমন একটি কথা বলে দিলেন, যাতে আগামী দিনের রাস্তা আরও পরিষ্কার বলেই মনে করছেন একাংশ। এদিন পুজো উদ্বোধনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “আমি আজকে রাজনৈতিক কোনো কথা বলতে আসিনি। এটা দুর্গাপুজো উদ্বোধনের সফর হিসেবে এসেছি। তবুও বলছি, আগামী দিনে বাংলায় পরিবর্তনের লক্ষ্যে পূর্ণ শক্তি দিয়ে সব চেষ্টা করব।” আর অমিত শাহ  এই কথা বলার সাথে সাথেই করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। সেই করতালির মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যায় যে, বিজেপি কর্মীরা কি চাইছেন, কি চাইছেন রাজ্যে সাধারণ মানুষ! যে সরকার রাজ্যে চলছে, এবার তার থেকে মুক্তি চাইছেন উপস্থিত দর্শনার্থী থেকে শুরু করে বিজেপি কর্মীরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এতদিন কেন্দ্রীয় বিজেপির ভূমিকা নিয়ে, পশ্চিমবঙ্গে পরিবর্তন নিয়ে কেন্দ্রীয় বিজেপির কি মনোভাব, তা নিয়ে বহু জলঘোলা হয়েছে। কিন্তু অমিত শাহের সফর সমস্ত কিছুকে স্পষ্ট করে দিল বলেই মত ওয়াকিবহাল মহলের।

বিজেপির দাবি, রাজ্যে বিজেপির ওপর যে অত্যাচার হচ্ছে, তা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় বিজেপি। রাজ্যের এই তৃণমূল সরকারের অনাচার থেকে রক্ষার একটাই উপায়, পরিবর্তন আনতে হবে। তাই সেই বিষয় নিয়ে এবার মাথা ঘামাতে শুরু করেছেন অমিত শাহও। ফলে এবার তৃণমূলের পতনের দিন শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিদায় নিশ্চিত হয়ে এসেছে। অমিত শাহ যে কথা বলে গেলেন, তাতে তৃণমূল এবার নিজেদের বিদায়ের দিন গুনতে থাকুন বলেই দাবি গেরুয়া শিবিরের।‌পর্যবেক্ষকদের মতে, রাজ্যে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে এতদিন বহু অভিযোগ করা হয়েছে। তৃণমূল এবং বিজেপিকে নিয়ে। তাদের অনেক নেতা বলেছেন যে, বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে সেটিং করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অনেক তদন্ত চললেও সেভাবে তৃণমূলের হেভিওয়েটদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না কেন্দ্রীয় এজেন্সিকে।সবটাই সেটিংয়ের ফসল। কিন্তু অমিত শাহ রাজ্যে এসে সেই সব সম্ভাবনাকে উড়িয়ে দিলেন। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন যে, শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব যে লড়াই তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছে, তাতে তিনিও সেই লড়াইয়ের পাশে আছেন।এমনকি কেন্দ্রীয় বিজেপি যে বঙ্গ বিজেপিকে সব রকম সহযোগিতা করবে বাংলায় পরিবর্তন আনার জন্য, সেকথাও বিনা দ্বিধায় জানিয়ে দিলেন অমিত শাহ। আর এতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিপদ আসন্ন হয়ে দাঁড়িয়েছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!