এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার “ধরনা” হুমকি সুপার ডুপার ফ্লপ! খেলা জমিয়ে দিলেন রাজ্যপাল!

মমতার “ধরনা” হুমকি সুপার ডুপার ফ্লপ! খেলা জমিয়ে দিলেন রাজ্যপাল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে তিনি রাজভবনের সামনে গিয়ে ধরনায় বসবেন। অনেকে ভেবেছিলেন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে হয়তো কিছুটা হলেও সুর নরম করবে রাজভবন। কিন্তু ফল হলো উলটো। স্পষ্ট হলো, মুখ্যমন্ত্রী যদি বুনো ওল হন, তাহলে রাজ্যপাল বাঘা তেঁতুল। মুখ্যমন্ত্রীর ধরনা নিয়ে মন্তব্য করে রাজ্যপাল বুঝিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী যদি কোনো ধরনায় বসতে চান, তাহলে তাকে সব সময় স্বাগত।

প্রসঙ্গত, এদিন দিল্লি থেকে ফেরেন রাজ্যপাল। আর সেখানেই মুখ্যমন্ত্রীর ধরনা হুশিয়ারি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রীর ধরনাকে সব সময় স্বাগত জানাবে রাজভবন।” একাংশ বলছেন, মুখ্যমন্ত্রী হয়তো এই ধরনা বিক্ষোভ করে নিজের দিকে সমস্ত লাইট, ক্যামেরা আনতে চেষ্টা করেছিলেন। তবে রাজ্যপাল পাল্টা মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে তিনি মোটেই বিচলিত নন। বরঞ্চ মুখ্যমন্ত্রী যদি রাজভবনে গিয়েও কোনো বিক্ষোভ বা ধরনা করেন, তাহলেও তাকে তিনি স্বাগত জানাবেন।

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে নিয়েছিলেন যে, তার হুঁশিয়ারিতে রাজ্যপাল চমকে যাবেন। শিক্ষা নিয়ে একের পর এক রাজ্যপালের পদক্ষেপ বন্ধ হয়ে যাবে। কিন্তু কার্যত মুখ্যমন্ত্রীর ধরনাকে স্বাগত জানিয়ে তাকে লঘু করে দিলেন সাংবিধানিক প্রধান। যে বক্তব্য রেখে কয়েকদিন খবরের শিরোনামে থাকবেন বলে ভেবে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপালের পাল্টা মন্তব্যে সেই সম্ভাবনাও অস্তাচলে চলে গেল।

পর্যবেক্ষকদের মতে, শিক্ষা দপ্তরকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই রাজ্যপাল উপাচার্য নিয়োগ করেছেন। কিন্তু রাজ্য সরকার চায়, তাদের হাতেই থাক শিক্ষা দপ্তর। তারা তা নিজেদের মতো পরিচালনা করবে। আর তাতেই আপত্তি রাজভবনের। ধরনা করার হুমকি, হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাশ রাখার চেষ্টা করেছিলেন। শেষ মুহূর্তে খেলা জমিয়ে দিয়ে সিভি আনন্দ বোস বুঝিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীর এই হুমকি হুঁশিয়ারি সুপার-ডুপার ফ্লপ। দিনের শেষে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!