এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার ধমকের পরেই উচ্ছেদ শুরু, নেতাদের ওপর বুলডোজার চালানোর দাবি হেভিওয়েটের!

মমতার ধমকের পরেই উচ্ছেদ শুরু, নেতাদের ওপর বুলডোজার চালানোর দাবি হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল নবান্নে একটি বৈঠকে বিভিন্ন পৌরসভার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে জবরদখলের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। আর তারপরেই আজকে সকাল থেকেই কলকাতা শহরের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন জায়গাতেও যারা ফুটপাত দখল করে বসে ছিলেন, সেই সমস্ত গরিব মানুষদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করে প্রশাসন। স্বভাবতই পুলিশ প্রশাসনের এই গা জোয়ারি মনোভাবকেই কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শংকরবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর মুখোশ আজকে খুলে গিয়েছে। আজকে গরিব মানুষদের উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু এই সমস্ত গরিব মানুষদের বুলডোজার চালানোর আগে যে সমস্ত নেতারা টাকা কামানোর জন্য তাদেরকে জায়গা করে দিয়েছেন, সেই সমস্ত নেতাদের ওপর বুলডোজার চালানো দরকার।”

একাংশ বলছেন, সত্যিই তো তাই। নেতারাই যে ফুটপাতের এই দখলদারিতে সহযোগিতা করেছেন, তা তো স্পষ্ট হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্যেও। তাই তিনি বলার সাথে সাথেই এখন তার চোখে ভালো হওয়ার জন্য পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা সেই হকারদের, গরিব মানুষদের, যারা একটু করে খেতেন, তাদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করেছেন। তবে যে নেতারা এতদিন তাদের বসিয়েছিলেন, তাদের পদ থেকে সরিয়ে না দিয়ে গরিব মানুষদের ওপর এই ধরনের অত্যাচার অত্যন্ত অমানবিক। বিজেপি বিধায়কের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!