এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > ফের বৃষ্টিতে ভাসবে বাংলা, জেনে নিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস!

ফের বৃষ্টিতে ভাসবে বাংলা, জেনে নিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ইতিমধ্যেই বর্ষা হাতছানি দিতে শুরু করেছে বাংলায়। কিছুদিন আগেই হয়ে গিয়েছে “ইয়াস” নামক ভয়াবহ ঘূর্ণিঝড়। আর তারপর থেকেই বৃষ্টির প্রকোপ কিছুতেই থামছে না। কোনো না কোনো জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হতে দেখা যাচ্ছে। আর বর্ষার আগমনের আগে ফের বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। স্বভাবতই বর্ষা প্রিয় বাঙালির মনে এখন ব্যাপক উচ্ছাস তৈরি হয়েছে।

সূত্রের খবর, এদিন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে যেখানে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাত বজায় থাকবে। যেখানে বেশকিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা গেছে, কলকাতা এবং তার আশেপাশে জেলাগুলোর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় ব্যাপক বৃষ্টিপাত হবে। যার জেরে কিছুটা চিন্তা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সময় বাতাসের তাপমাত্রা অনেকটাই কম থাকবে। তবে যে সমস্ত জায়গায় বৃষ্টি হবে না, সেখানে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে সেখানেও আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের বেশকিছু জেলাতে ঝলমলে রোদও দেখা যেতে পারে। সব মিলিয়ে মোটের উপর প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল রাজ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!