এখন পড়ছেন
হোম > Uncategorized > মমতার কারণেই পিছিয়ে গেল টেট পরীক্ষা, বেনজির কটাক্ষ শুভেন্দুর!

মমতার কারণেই পিছিয়ে গেল টেট পরীক্ষা, বেনজির কটাক্ষ শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যে নামেই একটি সরকার রয়েছে। কিন্তু সেই সরকারের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি, বিধায়কদের কোনো মূল্য নেই। সবটাই ঠিক করেন মুখ্যমন্ত্রী। তিনি যা বলবেন, সেটাই ঠিক। বেআইনি হলেও সেটাই ঠিক বলে মাথা নাড়তে দেখা যায় তার মন্ত্রী বিধায়কদের। বিরোধীদের বক্তব্য তেমনটাই। আর এই পরিস্থিতিতে এবার টেট পরীক্ষা পিছিয়ে যাওয়া নিয়ে বড় তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন। তবে তার এই সফরের পেছনে অন্য একটা কারণ রয়েছে। তিনি এমনি এমনি মানুষের জন্য উন্নয়ন নিয়ে উত্তরবঙ্গে যাননি বলেই অভিযোগ বিরোধীদের। আর তার সঙ্গেই টেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টিকে জুড়ে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা যে কথা বললেন, তা অত্যন্ত মারাত্মক বলেই মনে করছেন একাংশ।

প্রসঙ্গত, এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর পরিবারের একজনের বিবাহ হচ্ছে। সেই কারণে তিনি পাহাড়ে গিয়েছেন। আর তিনি থাকবেন না  এ জন্য টেট পরীক্ষা 10 তারিখ থেকে পিছিয়ে দিয়ে 24 তারিখ করা হয়েছে।” আর এখানেই অনেকে বলছেন যে, মুখ্যমন্ত্রী নবান্ন থাকলেও কি, আর না থাকলেও কি? তিনি থাকলেও রাজ্য যেভাবে ধ্বংসের মুখে চলে যাচ্ছেন, না থাকলেও সেই একই অবস্থাই হবে। রাজ্যের কোনো পরিবর্তন এই সরকারের সময় অন্তত হবে না। তাই সবকিছু ঠিকঠাক হওয়ার পরেও, চাকরি প্রার্থীরা পরীক্ষার দিন গোনার পরেও, যেভাবে সেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো শুধুমাত্র মুখ্যমন্ত্রী থাকবেন না সেই কারণে, তাতে হতাশ আগামী দিনে হাল ধরার কান্ডারীরা।

বিজেপির দাবি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সব জায়গায় নিজের প্রচার চান। সেই কারণে তিনি থাকবেন না জন্য টেট পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। আসলে তিনি সবকিছু কাজ করাতে সরকারি আধিকারিকদের বাধ্য করেন। আর তার ফ্যাসিস্ট নীতির জন্য প্রতিমুহূর্তে সমস্যার মুখে পড়তে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে। এমনিতেই তো চাকরির বারো বাজিয়ে রেখেছে এই রাজ্যের সরকার। দুর্নীতি করে করে তারা এই রাজ্যটাকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে আবার টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছুই নয় বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন টেট পরীক্ষা হবে তখন কলকাতায় থেকে এমনিতেও বা কি করবেন? তিনি তো আর নিজে গিয়ে পরীক্ষা দেবেন না! এমনিতেই এই রাজ্য সরকার কি পরীক্ষা দেবে এবং তার ফলাফল কি হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। কারণ যে পরিস্থিতি এতদিন ধরে সেই চাকরি প্রার্থীরা দেখেছে, তাতে তারা পরীক্ষা দিয়েও কতটা ভালো ফল পাবে, সেটাই একটা প্রশ্নের মত। তবুও তারা একটা আশা নিয়ে এবার পরীক্ষা দিচ্ছে। কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির কারণে এই টেট পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া চাকরি প্রার্থীদের মধ্যেও নানা শঙ্কার বাতাবরণ তৈরি করছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!