এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যকে গোল্লায় পাঠিয়ে গর্বিত মমতা? চলচ্চিত্র উৎসবের বক্তব্য নিয়ে কটাক্ষ বিজেপির!

রাজ্যকে গোল্লায় পাঠিয়ে গর্বিত মমতা? চলচ্চিত্র উৎসবের বক্তব্য নিয়ে কটাক্ষ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বাইরে থেকে আসা লোকেদের সামনে এমন ভাব দেখান, যেন তিনি এই রাজ্যকে দুধে ভাতে রেখেছেন। এই রাজ্যের কেউ অভাব বলতে কিছু জানে না। কিন্তু রাজ্যের মানুষ বুঝতে পারছেন যে, তৃণমূল সরকারের আমলে কতটা সর্বনাশ এবং অশান্তির মধ্যে রয়েছে তারা। আজকে বেকারদের চোখে জল। সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন না জন্য রাস্তায় বসে আন্দোলন করছেন। কিন্তু তারপরেও চলচ্চিত্র উৎসবে মজে থাকতে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আর সেই উৎসবের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন একটা ভাব আবার দেখানোর চেষ্টা করলেন, যাতে অতিথিদের সামনে একটা বিষয় স্পষ্ট হয় যে, বাংলার মানুষ খুব আনন্দে রয়েছে। কিন্তু মূল বিষয় যে তা নয়, অভাব অনটন থেকে নজর ঘোরানোর জন্যই যে মুখ্যমন্ত্রী এই চেষ্টা করেছেন, সেই ব্যাপারে দ্বিমত নেই বিরোধীদের মধ্যে। কিন্তু কি এমন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

প্রসঙ্গত, এদিন কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সলমান খান, মহেশ ভট্ট, সোনাক্ষী সিনহাদের সামনে নিজের মহানুভবতার দিকটি তুলে ধরার চেষ্টা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করেন যে, বাংলার মানুষ প্রচন্ড সুখ এবং স্বাচ্ছন্দে রয়েছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা অতিথি পরায়ন। আপনারা এখানে আসুন, আনন্দ করুন, মজা করুন, সব সময় হাসুন।” কিন্তু যে রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, সেখানে সাধারণ মানুষের হাসি আসবে কোথা থেকে? এই সরল সত্য কেন বুঝতে পারছেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী? শুধুমাত্র চপ, ঘুগনি দিয়েছে বাংলার মানুষের মন ভরবে না, এটা বোঝার মত মানসিকতা কবে জন্মাবে এই রাজ্যের প্রশাসনিক প্রধানের? তা নিয়ে প্রশ্ন তুলছে সমালোচক মহল।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর চলচ্চিত্র উৎসবে এই বড় বড় বক্তব্য নিয়ে খোঁচা দিতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, মানুষের চোখের জলে আনন্দ খুঁজে পেয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কারণে কেউ কাঁদছে, কেউ চাকরি না পাওয়ার জন্য হাহাকার করছে, পরিবারগুলো অভাবে অনটনে বসে রয়েছে দুটো অন্নের আশায়। আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোমর দুলিয়ে নাচ করছেন। বাংলাকে সর্বনাশের মুখে ফেলে দিয়ে অতিথিদের সামনে তিনি দেখানোর চেষ্টা করছেন যে, এই বাংলা কত সুখে রয়েছে! কিন্তু মুখ্যমন্ত্রী যেটা দেখানোর চেষ্টা করছেন, সেটা তো মুখোশ। বাংলার আসল মুখ দেখলে গোটা দেশ এবং বিদেশের মানুষ লজ্জায় মাথা নিচু করে ফেলবে। তাই যতক্ষণ না এই সরকারকে বিদায় দেওয়া যাচ্ছে, ততক্ষণ প্রকৃত অর্থে উন্নয়ন অসম্ভব বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী তো বাংলার জন্য গর্বিত বোধ করবেন, এটাই স্বাভাবিক। কারণ তিনি তো এই বাংলাকে ধ্বংস করে নিজের এবং নিজের পরিবারের সুখটা খুঁজে নিয়েছেন। যার কারণে চলচ্চিত্র উৎসবে তিনি অতিথিদের সামনে দেখানোর চেষ্টা করছেন যে, বাংলা খুব ভালো রয়েছে। বিরোধীদের বক্তব্য তেমনটাই। তাই যেটা তিনি বাইরে দেখিয়ে মানুষের মন জয় করবেন বলে ভাবছেন, সেটা বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না। মানুষ প্রতিবাদ করতে শুরু করলে এই সরকারের ভাওতাবাজি এবং ঢপের প্রতিশ্রুতির মুখোশ খুলে আসবে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!