এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে গিয়েই নাটক শুরু মমতার! সিমপ্যাথি আদায়ের চেষ্টা, কটাক্ষ বিজেপির!

উত্তরবঙ্গে গিয়েই নাটক শুরু মমতার! সিমপ্যাথি আদায়ের চেষ্টা, কটাক্ষ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী নাটকটা বেশ ভালোই জানেন। নিজের সুবিধে মতো ভোট রাজনীতি করতে তিনি অত্যন্ত সিদ্ধহস্ত। সামনে লোকসভা ভোট। তাই এই পরিস্থিতিতে নিজের পরিবারের এক সদস্যের বিবাহের কারণে এক ঢিলে দুই পাখি মেরে উত্তরবঙ্গ সফরে গিয়ে এবার মানুষের মন জয় করার চেষ্টা করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। বিরোধীদের পক্ষ থেকে এই সমস্ত কথাই বলা হচ্ছে। কিন্তু সেই উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রীকে যে ভূমিকায় দেখা গেল, তাতে বিভিন্ন প্রশ্ন তুলে দিচ্ছে বিরোধী শিবির। প্রশাসনিক কাজে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ যে কোনো জায়গায় যেতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি মানুষের পাশে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যখন মানুষ বিপদে থাকেন, যখন চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া সামনে আসে, তখন সেখানে হস্তক্ষেপ না করে মুখ্যমন্ত্রীর এদিনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, আজ উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী চা বাগানে যান এবং সেখানে চা শ্রমিকদের বেশ ধারণ করে চা পাতা তোলেন। মুহূর্তের মধ্যে সমস্ত সাংবাদিকরা সেই ছবি ক্যাপচার করতে শুরু করেন। এদিকে মুখ্যমন্ত্রীর এই কর্মকাণ্ডের ভিডিও বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। তবে এরুপ জনসংযোগ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তো নতুন নয়। কিন্তু তার কাছে তো মানুষ আশা করে, কাজ। তার কাছে তো মানুষ আশা করে, তিনি সমস্যার সমাধান করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে চা শ্রমিকরা যখন বঞ্চিত, তখন তাদের মূল সমস্যার সমাধান না করে মুখ্যমন্ত্রী এই সিমপ্যাথি আদায়ের চেষ্টা কেন করছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাদের দাবি, মূল সমস্যাকে আড়াল করে নাটক করতে শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সামনে ভোট। তাই তিনি চা শ্রমিকদের মন পাওয়ার জন্য চা পাতা তুলে তাদের পাশে দাঁড়ানোর নাটক করছেন। তবে এসব সিমপ্যাথি দিয়ে আর চিড়ে ভিজবে না। মানুষ এই সরকারের ভাওতা বাজির মুখোশ ধরে ফেলেছে। মুখ্যমন্ত্রী যতই চা শ্রমিকদের পাশে আছেন বলে দাবি করুন, সবটাই যে তার নাটক, তা স্পষ্ট। আগামী দিনে উত্তরবঙ্গ তৃণমূলকে উচিত শিক্ষা দেবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী তার পরিবারের সদস্যের বিয়ের কারণেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। আর এটা শুভেন্দু অধিকারী ফাঁস করে দেওয়ার কারণে তিনি সেই বিষয়টিকে পেছনে রেখে এটা বোঝাতে চাইছেন যে, না, তিনি পরিবারের সদস্যের বিয়ে তো রয়েছে। তার পাশাপাশি তিনি মানুষের পাশে থাকতে চান এবং উত্তরবঙ্গে তার একাধিক কর্মকাণ্ড রয়েছে, তাই তিনি উত্তরবঙ্গে এসেছেন। তার কাছে পরিবার মুখ্য নয়, তার কাছে তার কাজই মুখ্য। তাই চা শ্রমিকদের পাশে থেকে এই নাটক তাকে করতে দেখা গিয়েছে বলেই দাবি বিরোধীদের। কিন্তু এতদিন তিনি কেন সেই সমস্ত চা শ্রমিকদের পাশে দাঁড়াননি! তাদের জন্য একটি বাক্যও প্রয়োগ করেননি! কোথায় ছিল এতদিন তার এই জনদরদী ভাবমূর্তি! দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!