এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার কড়া বার্তার পরেও বেলাগাম মদন, অস্বস্তি বাড়ল তৃণমূলের!

মমতার কড়া বার্তার পরেও বেলাগাম মদন, অস্বস্তি বাড়ল তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের মুখে যাতে কোনো নেতা বিতর্কিত মন্তব্য না করেন, তার জন্য কিছুদিন আগেই কোর কমিটির বৈঠকে সকলকে সতর্ক করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সেই বৈঠক থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েট নেতা মদন মিত্রকে সাবধান করেছিলেন তিনি। কেননা কিছুদিন আগেই একটি বেসরকারি টিভি চ্যানেলে অর্জুন সিংহের সঙ্গে বিতর্ক করতে গিয়ে রীতীমত তাকে হুমকি দিয়ে বসেন মদন মিত্র।

যার পরবর্তীতে এই ঘটনা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। আর এই পরিস্থিতিতে তাকে সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন মদন মিত্র। যেখানে “গোলি মারো বললে ভেতরে ঢুকিয়ে দেব” বলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, এদিন নোয়াপাড়ায় তৃণমূলের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। আর সেখানেই বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মদন মিত্র। আর সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে রীতীমত বিতর্কিত মন্তব্য করে বসেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, “গোলি মারো বললে ভেতরে ঢুকিয়ে দেব। এখন সব রকম মসলা দিয়ে নির্বাচন হবে। বড় খেলা হবে। আর সেই খেলা শুরু হবে ভাটপাড়া থেকে।” স্বাভাবিক ভাবেই নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য যে যথেষ্ট বিতর্কিত, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন বারবার বেলাগাম মন্তব্য করছেন মদনবাবু?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে জোরদার টক্কর হবে তৃণমূল কংগ্রেসের। কিন্তু সেই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, তা কেউ জানেন না। তবে নির্বাচনের আগে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা বিতর্কিত মন্তব্য করছেন, তাতে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হচ্ছে বলেই দাবি করছেন বিশ্লেষকরা। কিছুদিন আগেই বেসরকারি টিভি চ্যানেলে বিতর্কিত মন্তব্য করার পর দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করার জন্য কোর কমিটির বৈঠক থেকে সেই মদন মিত্রকে সতর্ক করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এই মন্তব্যের মধ্যে দিয়ে মদনবাবু যে বিন্দুমাত্র শোধরানোনি, তা পরিষ্কার হয়ে গেল বলে দাবি করছেন বিরোধীদের একাংশ। সব মিলিয়ে মদন মিত্রের এই নয়া বক্তব্য তৃণমূলের বিড়ম্বনা কতটা বাড়িয়ে দেয় এবং বিরোধীদের হাতে কি হাতিয়ার তুলে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!