এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “মমতার প্রকল্পকে টুকলি” লক্ষীর ভান্ডার নিয়ে শুভেন্দুকে তুলোধোনা হেভিওয়েটের!

 “মমতার প্রকল্পকে টুকলি” লক্ষীর ভান্ডার নিয়ে শুভেন্দুকে তুলোধোনা হেভিওয়েটের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করেছিল লক্ষীর ভান্ডার প্রকল্প। তবে সেই প্রকল্প নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু এবার বিজেপি ক্ষমতায় এলে দু হাজার টাকা করে মা বোনেদের দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের।

আর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদারদের সেই বক্তব্যকেই কার্যত কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার দাবি, যে প্রকল্পকে একসময় ভাতা, ভিক্ষার সঙ্গে তুলনা করেছিলেন বিজেপি নেতারা, এখন তারা সেই প্রকল্পের ওপর ভরসা রাখতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে টুকলি করছেন তারা।

প্রসঙ্গত, এদিন শুভেন্দু অধিকারীর দেওয়া প্রতিশ্রুতি নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই বিজেপি প্রশ্ন তুলেছিল। তারা বলেছিল, অবিলম্বে ভাতা, ভিক্ষা বন্ধ করতে হবে। কিন্তু এখন তারাই আবার দু হাজার টাকা করে দেওয়ার কথা বলছেন। আসলে দিতে তো হবে না, তাই এই ধরনের কথা বলে টিকে থাকতে চাইছেন। বিভিন্ন রাজ্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে টুকলি করছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে নকল করতে চাইছে।”

একাংশ বলছেন, এক সময় সত্যি সত্যিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালুর সাথে সাথে তাকে কটাক্ষ করেছিল বিজেপি। তারা বলার চেষ্টা করেছিল, এই প্রকল্প দিয়ে মানুষের মেরুদন্ড ভেঙে দিতে চাইছে তৃনমূল সরকার। কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী দাবি করছেন, যদি বিজেপি রাজ্য ক্ষমতায় আসে, তাহলে 500 টাকা নয়, 2 হাজার টাকা করে মা, বোনেদের দেওয়া হবে। স্বভাবতই যে লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে এত প্রশ্ন তুলেছে বিজেপি, সেই বিষয়েই আবার কেন প্রতিশ্রুতি দিতে দেখা যাচ্ছে বিজেপি নেতাদের, তা নিয়েই প্রশ্ন তুলে গেরুয়া শিবিরকে চাপের মুখে ফেলে দিলেন কুনাল ঘোষ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!