এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মানিকতলায় তৃণমূলের প্রার্থী নিয়ে বড় সিদ্ধান্ত, মেয়েকে হারিয়ে জিতে গেলেন মা? তুঙ্গে জল্পনা!

মানিকতলায় তৃণমূলের প্রার্থী নিয়ে বড় সিদ্ধান্ত, মেয়েকে হারিয়ে জিতে গেলেন মা? তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-হাতে আর কয়েকটা দিন বাকি। তারপরেই বাংলার চারটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন হবে। যার মধ্যে অন্যতম মানিকতলা কেন্দ্র। এখানে সাধন পান্ডে প্রয়াত হওয়ার পর আর নির্বাচন হয়নি। আর তারপর থেকেই এই কেন্দ্রে লড়াই করবার জন্য পান্ডে পরিবারেই কার্যত মা এবং মেয়ের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল বলে খবর। তবে অবশেষে কি সেই লড়াইয়ে জিতে এই মানিকতলা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন শ্রেয়া পান্ডের মা সুপ্তি পান্ডে?

সূত্রের খবর, ইতিমধ্যেই দফায় দফায় মানিকতলা কেন্দ্রে কে প্রার্থী হবেন তৃণমূলের, তা নিয়ে বৈঠক হচ্ছে। আজকেও নবান্নে এই ব্যাপারে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, তাতে এই কেন্দ্রে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। অর্থাৎ যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে শ্রেয়া পাণ্ডে বহু লড়াই করেও শেষ পর্যন্ত এই কেন্দ্রে টিকিট পাচ্ছেন না। মায়ের সাথে টিকিট পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করেও শেষ পর্যন্ত হেরে যেতে হচ্ছে তাকে। তবে সরকারিভাবে তৃণমূলের পক্ষ থেকে এই কেন্দ্রে কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!