এখন পড়ছেন
হোম > জাতীয় > পাঁচ রাজ্যে হার, ফেসবুক লাইভ করা হলো না মমতার! গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু!

পাঁচ রাজ্যে হার, ফেসবুক লাইভ করা হলো না মমতার! গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পাঁচ রাজ্যে বিজেপির অভূতপূর্ব ফলাফল এবং ইন্ডিয়া জোটের শোচনীয় পরাজয়ের পর মুখগুলো শুকিয়ে গিয়েছে বিরোধী দলের নেতা নেত্রীদের। যার মধ্যে অন্যতম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত রেডি হয়ে কখন সেই পাঁচ রাজ্যে বিজেপি হারবে, আর তিনি ফেসবুক লাইভ করে নিজের ফলাও করা প্রচার করবেন। কিন্তু তা করা হলো না তৃণমূল নেত্রীর। ফেসবুক লাইভ তো দূরের কথা, উল্টে সংবাদমাধ্যমের সামনেই ফলাফল নিয়ে একটি প্রতিক্রিয়া দিতে দেখা গেল না তাকে। এদিন শুভেন্দু অধিকারী রেডরোডে যে ভয়ংকর তথ্য ফাঁস করেছেন, তাতে নানা মহলে সাড়া পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, এদিন রেডরোডের সভা থেকে পাঁচ রাজ্যের ফলাফলের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রস্তুতি ছিল, তা নিয়ে বড় তথ্য ফাঁস করে দেন শুভেন্দু অধিকারী। আসলে তিনি এমন একজন বিরোধী নেতা, যার কাছে মুখ্যমন্ত্রীর সব গোপন খবর থাকে। সব ভাবে শুভেন্দুবাবুকে আটকানোর চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় তা পেরে উঠছেন না। বরঞ্চ তিনি কখন কি করছেন, সেই সব খবর বিরোধী দলনেতার কাছে পৌঁছে যাচ্ছে। এদিন সেইরকমই এক তথ্য ফাঁস করে শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করার জন্য রেডি হয়ে সেজেগুজে বসেছিলেন। ওখানে রেজাল্ট পাল্টে গেলেই বলতেন, এই তো সেমিফাইনাল হয়ে গেল, আমি বলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ফেসবুক লাইভ করার মত ক্ষমতা হয়নি। গোহারা হেরে গিয়েছেন।”

একাংশের মতে, মুখ্যমন্ত্রী যে কোনো বিষয়ে ক্রেডিট নিতে খুব ভালো পছন্দ করেন। দেশে হয়ত বিজেপির বিরুদ্ধে ভাঙ্গা ভাঙ্গা ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। কিন্তু সেখানেও নিজের নেতৃত্ব দেওয়ার শখ রয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। কিন্তু তাকে কত জন নেত্রী মানেন, সেটাই একটা বড় প্রশ্নের বিষয়। তবে পাঁচ রাজ্যে যদি বিজেপির একটু খারাপ ফলাফল হত, তাহলেই তার ক্রেডিট নেওয়ার জন্য বসে পড়তেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত সব প্রস্তুতি নিয়ে তিনি ফেসবুক লাইভ করার চেষ্টা করলেও, ফলাফল দেখে হতাশ হয়ে সেখান থেকে পিছু হটেছেন।

ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপিও। তাদের দাবি, প্রচার সর্বস্ব এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবদিক থেকেই সকলের ক্ষতি করছেন। এই রাজ্যকে উচ্ছন্নে দিয়ে তিনি দেশের সর্বনাশ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পাঁচ রাজ্যে বিজেপির ফলাফল স্পষ্ট করে দিয়েছে, কোনো জোটের উপর এই দেশের মানুষ ভরসা রাখবে না। তারা আবার বিজেপিকেই এই সমর্থন করবেন। তাই সমস্ত আশা ভেঙে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি অন্তত এবার নিজের রাজ্যের দিকে নজর দিন। আগামী দিনে লোকসভা নির্বাচনে এই রাজ্যেও তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তখন মুখ দেখানোর মত অবস্থায় থাকবেন না তৃণমূল নেত্রী বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ভাব দেখানোর চেষ্টা কিছুদিন ধরে করা শুরু করেছিলেন, যেন তিনি বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব দেবেন। আর তার নেতৃত্বে বিরোধী জোট ক্ষমতা দখল করবে এবং বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু পাঁচ রাজ্যের ফলাফল সেই ইন্ডিয়া জোটকে যেমন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, ঠিক তেমনই সেই জোটে থাকা নেতা-নেত্রীরাও কতটা পরিপক্ক, সেটা নিয়েও একটা ধারণা দেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে সব দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। তিনি ভেবেছিলেন, পাঁচ রাজ্যের এই ফলাফলের পর তিনি অনেক বড় করে নিজের প্রচার করবেন, অনেক বড় বড় কথা বলবেন, সংবাদমাধ্যমের সামনে বিজেপিকে আক্রমণ করবেন। কিন্তু সেই সব কিছুর প্রস্তুতি নিয়েও টিভির পর্দায় ফলাফল দেখে হতাশা ছাড়া আর কিছুই হজম করতে পারলেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!