এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মানুষ মরছে, অথচ ডেঙ্গুই দেখতে পাচ্ছেন না ফিরহাদ হাকিম? মন্ত্রীর মুখে এ কোন বাণী!

মানুষ মরছে, অথচ ডেঙ্গুই দেখতে পাচ্ছেন না ফিরহাদ হাকিম? মন্ত্রীর মুখে এ কোন বাণী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা থেকে গোটা রাজ্য, বর্তমানে আতঙ্কের নাম ডেঙ্গু। জমা জলে মশার লার্ভা দেখতে পাচ্ছেন পৌরসভার আধিকারিকরা। কিন্তু তারপরেও কলকাতা শহরের সঙ্গে অন্য শহরের তুলনা টেনে ডেঙ্গুকে খাটো করে দেখানোর চেষ্টা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মেয়র সাহেবের দাবি, অন্যান্য শহরের তুলনায় কলকাতায় নাকি ডেঙ্গু অনেক কম! আর মহানাগরিকের মুখ থেকে এই কথা শুনে ডেঙ্গু নিয়ে আতঙ্কে জেরবার শহরের মানুষ।

এদিন ডেঙ্গু নিয়ে প্রশ্ন করা হয় কলকাতার মহানগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। যে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অন্যান্য শহরের তুলনায় আমাদের শহরে ডেঙ্গু অনেক কম। আমরা আরও কমানোর চেষ্টা করছি।” আর কলকাতা পৌরসভার একদম মাথায় বসে থেকে মহানাগরিকের এই ধরনের বড়াই করার মতো উক্তি নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। অনেকে বলছেন, এই রাজ্য সরকার সবকিছুকেই ছোট ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করে।পার্কস্ট্রিট থেকে সেই প্রবণতা শুরু হয়েছে। একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে ডেঙ্গুতে। অথচ কলকাতা শহরে নাকি ডেঙ্গু অনেক কম! অন্য শহরের সঙ্গে তাকে তুলনা করতে দেখা যাচ্ছে মন্ত্রী সাহেবকে। এই লজ্জা আর কোথায় রাখবেন কলকাতার মানুষ, রাজ্যের মানুষ? ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে গেলে অন্য শহরের সঙ্গে নিজের শহরের তুলনা করে পরিস্থিতিকে খাটো দেখানোর চেষ্টা করেন মন্ত্রীরা?

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও মন্ত্রীকে এই ডেঙ্গু নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যার দায় তিনি চাপিয়েছিলেন বিগত বাম সরকারের ওপর। কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটে ডেঙ্গুর লার্ভা দেখতে পাওয়া নিয়ে ফিরহাদ হাকিমের সেই বক্তব্য চাপে ফেলে দিয়েছিল শাসক শিবিরকে। সকলেই দেখতে পাচ্ছেন ডেঙ্গু কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে! আর তার মধ্যে আবার মন্ত্রী সাহেব বড় বড় গলায় দাবি করছেন যে, অন্য শহরের তুলনায় এখানে নাকি ডেঙ্গু কম! কেন এই দাবি করতে হবে? কেন মেয়র সাহেব এটা বড়াই করে বলতে পারবেন না যে, এখানে ডেঙ্গু পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে রয়েছে? প্রশ্ন তুলছে বিরোধীরা।

পর্যবেক্ষকদের মতে, চোখে নিশ্চয়ই সর্ষে ফুল হয়েছে রাজ্যের মন্ত্রীর। যার কারণে তিনি কলকাতা শহরের ডেঙ্গু পরিস্থিতিকে খাটো করে দেখানোর চেষ্টা করলেন। অবশ্য তাকে তো এ নিয়ে বড়াই করতেই হবে। কারণ তা না হলে তো তার পদ থাকবে না! এমনিতেই দলের মধ্যে তিনি এক যুবনেতার কারণে রীতিমতো কোণঠাসা হয়ে যাচ্ছেন বলে খবর। তাই আগামীর পথ প্রশস্ত করতে যে করেই হোক, তিনি যেখানে দায়িত্বে রয়েছেন, সেখানে ত্রুটি গুলো ঢেকে রাখতে হবে। তাই মন্ত্রীর মুখে এই ধরনের বাণী শোনা যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে, আর তিনি দাবি করছেন, কলকাতার ডেঙ্গু নাকি অনেক কম! হায় রে সংস্কৃতির রাজধানী! যেখানে দুর্দশা, সেখানে মন্ত্রীদের এই ঢেকে রাখার চেষ্টা সাধারণ মানুষকে যে আরও কাঁদাবে, দুঃখ হলেও তা মেনে নিচ্ছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!