এখন পড়ছেন
হোম > অন্যান্য > মানুষের ক্লোন বানানো কি এখন শুধুই সময়ের অপেক্ষা? নতুন পদক্ষেপে বাড়ছে জল্পনা

মানুষের ক্লোন বানানো কি এখন শুধুই সময়ের অপেক্ষা? নতুন পদক্ষেপে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্লোন টেকনোলজি বা ক্লোনিং একপ্রকার অভিন্ন জিনগত অনুলিপি গঠন পদ্ধতি। এটি প্রাকৃতিক ভাবে বা ল্যাবরেটরি তে তৈরী হতে পারে। সাধারণত কিছু ব্যাকটেরিয়া আর ভেষজ উদ্ভিদ এই ভাবে অযৌন প্রজনন করে থাকে, যা বংশগত ভাবে আলাদা হয়।

ক্লোনিং এ একটি সম্পূর্ণ জীবকে ক্লোন করা হয়। প্রথমে জীবটির একটি কোষ নিয়ে তা অন্য কোষের মধ্যে প্রতিস্থাপিত করা হয়। এভাবে তৈরী হয় অ্যাক্টিভ কোষ। এই কোষকে অন্য শরীরে প্রতিস্থাপিত করে সারোগেসির মাধ্যমে সৃষ্টি করা যায় নতুন প্রাণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বয়লাইফ গ্রূূুপ নামক ক্লোনিং সংস্থার তরফ থেকে জানানো হযেছিল যে ২০২০ এর মধ্যে ১০ লক্ষ্য গরুর ক্লোন তারা বানাতে পারবে। এর জন্য উত্তর চীনের তিয়াঞ্জিনে একটি প্ল্যান্ট বানানোর কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে চীন থেকে শুরু করে সমগ্র বিশ্বে যা পরিস্থিতি তাতে কতটা কাজ করা সম্ভব হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সংস্থার কর্ণধার জু ভবিষ্যতে এই পদ্ধতির উন্নতিকরণের কোথাও জানিয়েছিলেন। তবে করোনা আবহে সবটাই অনির্দিষ্ট হয়ে পড়েছে।

১৯৯৬ সালে ক্লোনিং এর মাধ্যমে প্রথম জন্ম হয়েছিল ডলি নামের একটি ভেড়ার। সংস্থার তরফে জানানো হযেছিল পরবর্তীকালে বানরের ওপর গবেষণা করে দেখা যেতে পারে মানুষের ক্লোন বানানো কি ভাবে সম্ভব। তবে বর্তমান পরিস্থিতি সব আশায় জল ঢেলে দিয়েছে বলেই মনে হচ্ছে। তাই এই স্বপ্ন কি অধরাই থেকে যাবে, এখন সেটাই দেখার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!