এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > গোটা বিশ্বের করোনা মুক্তি ঘটাবে বাঙালি কন্যার গবেষণা? নতুন তথ্যে ক্রমশ বাড়ছে আশার আলো

গোটা বিশ্বের করোনা মুক্তি ঘটাবে বাঙালি কন্যার গবেষণা? নতুন তথ্যে ক্রমশ বাড়ছে আশার আলো


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সমগ্র  বিশ্ববাসীর কাছে  সবচেয়ে প্রার্থনীয় বিষয় হলো করোনা মুক্তি। করোনার গ্রাসে আজ বিশ্বের লক্ষাধিক মানুষ। তাই এর থেকে বাঁচতে সবাই যখন চিন্তায় যে কবে আসবে এর ভ্যাকসিন, পশ্চিম বর্ধমানের জামুরিয়ার মেয়ে তখন অনেকখানি কাছাকাছি পৌঁছে গেছে তার ভ্যাকসিন আবিষ্কারের কাজে। কে এই বঙ্গতনয়া???? আসুন জেনে নিই

মেয়েটির নাম শ্বেতা সিংহ। বাড়ি পশ্চিম বর্ধমানের জামুরিয়ায়। বাবা বৈজনাথ সিংহ পেশায় ব্যবসায়ী। শ্বেতা এর পড়াশুনো আসানসোলের লোরেটো কনভেন্টে থাকে। পরে উচ্চশিক্ষা করেন পুনেতে। এরপর ডাইবেটিসের এর ওপর পি এইচ ডি করার পর পেশায় ইঞ্জিনিয়ার স্বামীর সঙ্গে পাড়ি দেন আমেরিকার কলম্বিয়া। আর সেখানেই কলম্বিয়া ইউনিভার্সিটিতে ড. হেক্টর ফ্লোরেজে এর সঙ্গে শুরু করেন গবেষণার কাজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের গবেষণায় দেখা গিয়েছে মলিকিউলার ডকিং এর মাধ্যমে পাওয়া যেতে পারে এই মারণ ভাইরাসের ওষুধ, যা নিউমোনিয়ার ওষুধ ও সাধারণ অ্যালার্জির ওষুধের সঙ্গে এই ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করতে সক্ষম হবে।বাজারে পাওয়া যায় এমন ১২৯ টি ওষুধ ও ৯৯২ টি আয়ুর্বেদিক সামগ্রীর মধ্যে ড্যাশবোর্ড তৈরি করে এর ওষুধ বের করা সম্ভব বলে আশা দেখিয়েছেন এই বাঙালি কন্যা।

তাদের ‘এফ ওয়ান থাউজ্যান্ড রিসার্চ’ সম্পর্কে শ্বেতা জানিয়েছেন যে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। তবে সারা বিশ্বের অসংখ্য মানুষ কাজ করে চলেছেন এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য, তবে আমাদের সম্ভাবনা যদি সত্যি হয় তবে আমারও গর্বিত বোধ করব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!