এখন পড়ছেন
হোম > জাতীয় > মাত্র ১ টাকা কেজি ধরে গম? নির্বাচনের কথা মাথায় রেখে মাস্টস্ট্রোকের পথে বিজেপি? জেনে নিন

মাত্র ১ টাকা কেজি ধরে গম? নির্বাচনের কথা মাথায় রেখে মাস্টস্ট্রোকের পথে বিজেপি? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে মধ্যপ্রদেশ বিধানসভা উপনির্বাচন। মধ্যপ্রদেশ বিধানসভায় মোট ২৭ টি আসলে হতে চলেছে এই উপনির্বাচন। মধ্যপ্রদেশ কিছুটা সময় কংগ্রেস শাসনাধীন ছিল। এরপর কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। এই উপনির্বাচনে অধিক আসন দখল করে কংগ্রেস যেমন ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন দেখছে, করছে তেমনি বিজেপিও অধিকাংশ আসন দখল করে কংগ্রেসকে বিরাট ধাক্কা দিতে চাইছে।

এই প্রসঙ্গে গতকাল শনিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশ রাজ্যের দরিদ্র জনগণের জন্য সরকারের তরফ থেকে বানানো দুই লক্ষ বসতবাড়ির উদ্বোধন করলেন। এর পাশাপাশি এই রাজ্যের সমস্ত দরিদ্র মানুষদের এক টাকা কেজি দরে গম দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই রাজ্যের প্রতিটি সম্প্রদায়ের দরিদ্র মানুষদের আগামী ১৬ ই সেপ্টেম্বর থেকে ১ টাকা কেজি দরে গম বিতরণ করা হবে বলে জানালেন। এই রাজ্যের কোন দরিদ্র মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে তার জন্যই এমন প্রচেষ্টা রাজ্য সরকারের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যবাসীকে তুষ্ট করতে বকেয়া বিদ্যুতের বিল মাফ করার কথা ঘোষণা করেছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, ” এবার রাজ্যবাসীকে আর বিদ্যুতের বিল নিয়ে সমস্যার মুখে পরতে হবে না। সরকার বিদ্যুতের বিল সম্পূর্ণ মাফ করে দিচ্ছে।” এ প্রসঙ্গেই তিনি আরও জানিয়েছিলেন যে, আগামী দিন থেকে রাজ্যবাসীদের শুধু এক মাসেরই বিদ্যুৎ বিল প্রদান করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!