এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > লক্ষ্য কি মতুয়া ভোট দখলে রাখা? বড়মার জন্ম-শতবর্ষ ঘিরে বিশেষ পরিকল্পনায় মুখ্যমন্ত্রী স্বয়ং

লক্ষ্য কি মতুয়া ভোট দখলে রাখা? বড়মার জন্ম-শতবর্ষ ঘিরে বিশেষ পরিকল্পনায় মুখ্যমন্ত্রী স্বয়ং


ভোট বড় বালাই। 2011 সালে ক্ষমতায় আসতে সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনের পাশাপাশি মতুয়া মহাসঙ্ঘের বড়মার সমর্থন বেশ ভালোই কাজে লেগেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সামনেই লোকসভা ভোট। তাই এই মতুয়াদের ভোটে যাতে বিজেপি থাবা বসাতে না পারে তার কারনে এখন থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিল শাসকদল তৃনমূল কংগ্রেস। 

সূত্রের খবর, আগামী ১৮ অক্টোবর সারা ভারত মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণিদেবী ১০০ বছরে পা দেবেন। তাই বড়মার এই জন্ম শতবর্ষ উদযাপনও বেশ মহাসমারোহেই পালিত করতে উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক করা হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

জানা যায়, জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী ১৫ নভেম্বর গাইঘাটার ঠাকুরনগরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু ঠাকুরনগরেই নয় রাজ্যের বিভিন্ন জেলাগুলিতেও টানা এক বছর ধরে বড়মার জন্ম শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান পালন করা হবে। এদিকে বীনপানিদেবীর জন্ম শতবর্ষ পালনের জন্য মুখ্যমন্ত্রীকে প্রধান পৃষ্টপোষক করা প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ” বড়মার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে রবিবার ঠাকুরবাড়িতে সারা ভারত মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হলে সেই বৈঠকে ‘বড়মার শতবর্ষ উদ্যাপন কমিটি’ নামে তিনজনের একটি কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্টানের আহ্বায়ক করা হয়েছে সারা মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরকে এবং সহ আহ্বায়ক করা হয়েছেন সারা মতুয়া মহাসঙ্ঘের সভাপতি নন্দদুলাল মহন্তকে। এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,” বড়মার সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক খুবই ভাল। বড়মা তাঁকে খুব স্নেহ করেন। এদিনও মুখ্যমন্ত্রীর খোঁজও  নিয়েছেন বড়মা। সব মিলিয়ে মতুয়া মহাসংঘের বড়মা বীনাপানিদেবীর জন্ম শতবর্ষে মতুয়া ভোট দখলে রাখতে বিশেষ পদক্ষেপ শাসকদলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!