এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মেশিন খারাপ হলে পালিয়ে যাবেন না” ভোট প্রক্রিয়া নিয়ে কর্মীদের মহামন্ত্র মমতার!

“মেশিন খারাপ হলে পালিয়ে যাবেন না” ভোট প্রক্রিয়া নিয়ে কর্মীদের মহামন্ত্র মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের সময় থেকেই বিজেপির বিরুদ্ধে ইভিএমে কারুকার্য করার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। এক্ষেত্রে বাংলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই অভিযোগ তোলা হয়েছিল। আর সামনে যখন বিধানসভা নির্বাচন, তখন প্রতিটি সভা-সমিতি থেকে নিজের দলের কর্মীদের ইভিএম মেশিন বারবার পরীক্ষা করে নেওয়ার নির্দেশ দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তার এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, তিনি ইভিএমে কারচুপির ব্যাপারে যথেষ্ট সন্দেহ করছেন। আর সেই কারণে কর্মীদের এই বিষয়ে মন্ত্র দিয়ে রীতিমত সতর্ক করে দিচ্ছেন তৃণমূল নেত্রী। আর দাসপুরের সভা থেকেও সেই একই কথা বলতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, আজ দাসপুরের জনসভায় উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির মত এত শয়তান দল গোটা দেশে নেই। ত্রিশটা ভোট দিলে ইভিএম দুই বার অফ, অন করতে হবে এজেন্টদের। মেশিন খারাপ হলে পালিয়ে যাবেন না। ভোট দিয়ে যাবেন।”

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় যাতে কোনোভাবেই কারচুপির ঘটনা না ঘটে, তার জন্য এই কথা বলে কর্মীদের মহামন্ত্র দেওয়ার চেষ্টা করলেন। আর তার এই মন্তব্য নিয়ে এখন নানা মহলের তৈরি হয়েছে গুঞ্জন। একাংশের প্রশ্ন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন যে, ইভিএমে কারচুপি হতে পারে! আর সেই কারণেই তিনি এই ধরনের কথা বলছেন! কিন্তু ইভিএমে কারচুপি কি আদৌ সম্ভব! এখন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, অতীতে বহুবার তৃণমূলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। আর বাংলার বিধানসভা নির্বাচনে যখন বিজেপি বাংলা দখলের জন্য মুখিয়ে রয়েছে, তখন এই ব্যাপার নিয়ে কিছুটা হলেও আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে এখন থেকেই ভোট প্রক্রিয়া চলার সময় কিভাবে দলীয় এজেন্টের সমস্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

অর্থাৎ কেউ যেন ভোট না দিয়ে চলে না আসে, তার জন্য এখন থেকেই সকলকে সতর্ক করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একাংশ বলছেন, ইভিএমে কারচুপি করা আদৌ সম্ভব নয়। আসলে পরাজয় নিশ্চিত জেনে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলতে শুরু করেছেন। কিন্তু যে যাই বলুন না কেন, নির্বাচনের আগে কর্মীদের মন্ত্র দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরণের বক্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!