এখন পড়ছেন
হোম > রাজ্য > ২০১৯ লোকসভা জিততে নয়া পদক্ষেপ মোদী শাহের

২০১৯ লোকসভা জিততে নয়া পদক্ষেপ মোদী শাহের

২০১৯ লোকসভা জিততে নয়া পদক্ষেপ মোদী শাহের। একদিকে কর্নাটকে আস্থাভোটে ১৫ দিনের মধ্যে প্রমান করতে হবে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে ইতিমধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া বাহিনী। এখন তাদের টার্গেট আগামী তিন মাসে অন্তত ২২ কোটি লোকের কাছে পৌঁছানো। এদিন ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং-এ বক্তব্য রাখার সময় দলের সাতটি শাখার সদস্যদের উদ্যেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ প্রান্তিক মানুষদের সাথে যোগাযোগ স্থাপনের নির্দেশ দেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দলিত ইস্যু থেকে চাপ মুক্ত হতে এখন দলিতদের দিকে নজর দিতে চাইছে গেরুয়া শিবির। যাতে মানুষের চাহিদা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে মানুষকে দলের কাছে টানা যায় তাই মানুষের চাহিদার কথা দলের শীর্ষ নেতৃত্বদের জানানোর নির্দেশ দিয়েছেন তাঁরা। জানা গেছে এই প্রথমবার ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং-এ দলের সব কোটি শাখার সাথে একই সাথে বক্তব্য রাখলেন মোদী ও অমিত শাহ। এই রোডম্যাপ অনুযায়ী এগোলে আসন্ন লোকসভা নির্বাচনে সুফল মিলবে বলে এদিন জানানো হয়েছে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন,বিজেপির মহিলা মোর্চা, সংখ্যালঘু মোর্চা, তফশিলী জাতি ও উপজাতি মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, ওবিসি মোর্চা। সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতিদের সাথে আরও একটি বৈঠক করেছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!