এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ মোদীকে ধাক্কা দিতে পাহাড়ে ‘অন্য’ রাজনীতির জট ছাড়াবেন মুখ্যমন্ত্রী

আজ মোদীকে ধাক্কা দিতে পাহাড়ে ‘অন্য’ রাজনীতির জট ছাড়াবেন মুখ্যমন্ত্রী

‘পাহাড়ের উন্নতিতে সিকিমকেও পাশে চাই। ওখানকার শিল্পবন্ধুদের বলব, তঁারা বিনিয়োগ করুন এখানে। দার্জিলিঙে শিল্পায়নের প্রচুর সম্ভাবনা রয়েছে।’ এদিন দার্জিলিং এর একটি শিল্প সম্মেলনে এমনটাই বললেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গুরুং এর গোর্খাল্যান্ড দাবিতে ইন্ধন জুগিয়েছিল সিকিম,এমনটাই অভিযোগ করেন মমতা। কিন্তু এবার দার্জিলিং এর হাল ফেরাতে শিলিগুড়ির উত্তরকন্যায় দুপুর ২ টোয় বৈঠকে বসছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিং ও মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং এ শান্তি ফিরে এলেও অশান্তির প্রভাব এখনো রয়েছে দার্জিলিং এর জনজীবনে। এখনও ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। বাঙালির অন্যতম পর্যটন ক্ষেত্র দার্জিলিং। আর এখানেই বিমল গুরুং এর গোর্খাল্যান্ডের দাবিতে অশান্ত হয়ে উঠেছিল পাহাড়।আর তারপর থেকেই মানুষ দার্জিলিং ভ্রমণ এড়িয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানের পর্যটন শিল্প, ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার আর্থ সামাজিক জনজীবন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাহাড়ের নতুন প্রজন্মকে কর্মসংস্থান দিতে হবে। আমরা সরকারের পক্ষে সবরকম সাহায্য দিতে প্রস্তুত। শুধু শান্তি বজায় রাখুন।’ পাহাড়ের উন্নয়নে মমতা সিকিমের সহযোগিতার আশা রাখছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!